শেষের পাতা

মন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের আন্দোলন স্থগিত

স্টাফ রিপোর্টার

২৫ মার্চ ২০১৯, সোমবার, ৯:৩২ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন নন-এমপিও শিক্ষকরা। তবে দাবি আদায় না হলে ফের আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন তারা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান  নেয়া শিক্ষক-কর্মচারীদের সঙ্গে দেখা করতে আসেন ডা. দিপু মনি। এসময় তিনি বলেন, আমি নিজেও শিক্ষকের সন্তান। আমার মা দীর্ঘ ৪০ বছর শিক্ষকতা করেছেন। আমরা জানি, কোন পেশার মানুষ কেমন আছে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি তাদের সমস্যা সম্পর্কেও অবগত আছি। এমপিও ভুক্তিতে যেহেতু সরকারের আর্থিক সক্ষমতার বিষয়টিও জড়িত। কাজেই এই সিদ্ধান্ত সরকারের অনেক ভেবে-চিন্তে নিতে হয়। তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান এমপিও ভুক্তির যোগ্য, সেগুলো আমরা যাচাইবাছাই করছি। আশা করছি এক থেকে দেড় মাসের মধ্যে আমরা ঘোষণা দিতে পারবো। আর আশা করছি আগামী অর্থবছর থেকেই এমপিওভুক্তিও শুরু করতে পারবো।

শিক্ষামন্ত্রী আন্দোলনরতদের উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, আমাদের এই সময় দিতে হবে। আপনারা আমাদের এই সময়টুকু দিয়ে ঘরে ফিরে যান। শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান। আবারো বিনীত অনুরোধ করবো, এই অবস্থান কর্মসূচি আপনারা ত্যাগ করেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। আমাদের সামর্থ্য অনুযায়ী যা কিছু করা সম্ভব আমরা সব করবো। এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইনসহ আরো অনেকে। সচিব বলেন, শিক্ষামন্ত্রী আপনাদের জন্যই এখানে এসেছেন। তিনি আপনাদের বিষয়টি দেখবেন। আশা করি আপনারা মন্ত্রীর আশ্বাসে বাড়ি ফিরে যাবেন।

মন্ত্রী চলে যাওয়ার প্রায় দেড় ঘণ্টা পর ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার ঘোষণা দেন এক মাস তাদের আন্দোলন স্থগিত থাকবে। এছাড়া সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় বলেন, আমরা শিক্ষামন্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে একমাস আমাদের আন্দোলন স্থগিত করলাম। এর আগে দুপুরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা আমরণ অনশনে যাবার সিদ্ধান্ত দিয়েছিলেন। তাদের ঘোষণা অনুযায়ী আজ সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছিলেন তারা। পাঁচ দিন ধরে চলা এই আন্দোলনে প্রায় ১০ জন অসুস্থ হয়ে পড়েন। এরমধ্যে শিক্ষক শৈলেন চন্দ্র মজুমদার অসুস্থ অবস্থায় জাতীয় হৃদরোগ হাসপাতালের সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status