বাংলারজমিন

দোহারে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহ বিরোধী মতবিনিময় সভা

দোহার (ঢাকা) প্রতিনিধি

২৫ মার্চ ২০১৯, সোমবার, ৮:৩৩ পূর্বাহ্ন

দোহার উপজেলার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দোহার উপজেলাকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা তোমাদের কাছাকাছি আসতে চাই। তোমাদের সমস্ত সুখ দুঃখের সাথী হতে চাই। মানুষের জীবনে তিনটি স্তর। ছাত্র জীবন, কর্ম জীবন আর অবসর জীবন। ভালোভাবে চলার জীবন হলো ছাত্র জীবন। তুমি তোমার কর্ম জীবনকে কিভাবে পরিচালিত করবা, তোমার কর্মজীবন কেমন হবে তা নির্ভর করে তোমার ছাত্র জীবনের উপর। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য পিয়ার হোসেন, কাউসার মোল্লা, থানার সেকেন্ড অফিসার এসআই সৌমেন মিত্র, মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল হুদা, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফারুক-ই-আজমসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status