বিশ্বজমিন

‘পাকিস্তানের প্রস্তাবকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়’

মানবজমিন ডেস্ক

২৪ মার্চ ২০১৯, রবিবার, ১১:৪৭ পূর্বাহ্ন

শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদ যে প্রস্তাব দিয়েছে ভারতের প্রতি তা গঠনমূলক। এ প্রস্তাবকে পাকিস্তান সরকারের দুর্বলতা হিসেবে দেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সোহেল মাহমুদ। তিনি পাকিস্তান দিবস উপলক্ষ্যে শনিবার পতাকা উত্তোলন অনুষ্ঠানে বক্তব্যে এসব মন্তব্য করেন। বলেন, ভারতের প্রতি পাকিস্তান শান্তি প্রতিষ্ঠায় যে প্রস্তাবগুলো দিয়েছে তা এ অঞ্চলের ভবিষ্যত শান্তির লক্ষ্যে। নয়া দিল্লিতে পাকিস্তান হাই কমিশন থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের ওইসব প্রস্তাবকে দেখা উচিত একটি নিরাপদ ও আস্থাশীল দেশের গঠনমূলক চিন্তাভাবনা হিসেবে। এ খবর দিয়েছে অনলাইন ডন।
এর আগে পাকিস্তান দিবসের প্রাক্কালে শুক্রবার একটি অনুষ্ঠানে তিনি অভ্যর্থনা জানান বিভিণœ জনকে। এতে তিনি কাশ্মির সহ সব দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে আলোচনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পারস্পরিক বোঝাপড়া, উদ্বেগের বিষয়, জম্মু-কাশ্মীর সহ দীর্ঘদিনের বিরোধপূর্ণ ইস্যুগুলোর সমাধানে গুরুত্বপূর্ণ বিষয় বা অপরিহার্য বিষয় হলো কূটনীতি ও আলোচনা।
হাই কমিশনার সোহেল মাহমুদ আরো বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানে আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছেন। সংশ্লিষ্ট মিশনে দু’জন হাই কমিশনারকে ফেরত পাঠিয়েছেন। কর্তারপুর করিডোর উন্মুক্ত করে দিয়েছেন আলোচনার মাধ্যমে। এসব বলে দেয় যে, দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক দিকে অগ্রসর হচ্ছে। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন, স্বাধীন বিচার বিভাগ, অবাধ মিডিয়া ও গতিশীল নাগরিক সমাজ বৃদ্ধির বিষয়ে তিনি পুনর্ব্যক্ত করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status