খেলা

‘বিশ্বকাপে টাইগাররা যেকোনো দলকে শিকার করতে পারে’

স্পোর্টস ডেস্ক

২৪ মার্চ ২০১৯, রবিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

বীরেন্দর সেওয়াগের মুখে বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা কালে-ভদ্রে শোনা যায়। অতীতে বাংলাদেশকে ‘ছোট দল’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি এই সাবেক ভারতীয় ওপেনার। সেই সেওয়াগই এবার টাইগারদের প্রশংসা করলেন।  আইসিসি’র প্রকাশিত একটি ভিডিওতে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে সেওয়াগ বলেন, ‘বাংলাদেশ দল তো বাঘ, ভালো দিনে যে কাউকে শিকার করতে পারে।’
বাংলাদেশ ছাড়াও বাকি দলগুলো সম্পর্কেও মতামত দিয়েছেন বীরেন্দর সেওয়াগ। সদ্য ভারতের মাটিতে ওয়ানডে সিরিজজয়ী অস্ট্রেলিয়াকে ‘ভয়ঙ্কর দল’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। ইংল্যান্ডকে ফেভারিটের তালিকায় এগিয়ে রাখছেন সেওয়াগ। নিজ দেশ ভারত সম্পর্কে সেওয়াগ বলেন, ‘ভালো খেলতে পারলে শিরোপা জিততে পারবে কোহলির দল।’
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বরাবরের মতো ‘আনপ্রেডিক্টেবল’ তকমা দিলেন সেওয়াগ। বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ড তার চোখে ‘আন্ডারডগ’। গতবারের সেমিফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা সম্পর্কে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ভালো করবে।’ সম্প্রতি ঘরের মাঠে র‌্যাঙ্কিংয়ের সেরা দল ইংল্যান্ডের সঙ্গে ২-২ সমতায় ওয়ানডে সিরিজ শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপে তারা ‘ভয়ঙ্কয়’ হয়ে উঠতে পারে বলে মনে করেন সেওয়াগ। ওয়ানডেতে বর্তমানে বাজে সময় পার করা শ্রীলঙ্কার ব্যাপারে তিনি বলেন ‘বিশ্বকাপে ভালো খেলতে পারে।’ গত এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি ভারতের সঙ্গে ম্যাচে ‘টাই’ করে আফগানিস্তান। আফগানরা ‘নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারে’ বলে মন্তব্য করেন সেওয়াগ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status