বাংলারজমিন

পাহাড়ি সন্ত্রাসীদের ব্রাশফায়ারে হতাহতের ঘটনায় বাঘাইছড়িতে তদন্ত কমিটির মতবিনিময়

আলমগীর মানিক, রাঙ্গামাটি থেকে

২২ মার্চ ২০১৯, শুক্রবার, ৯:০৩ পূর্বাহ্ন

 রাঙ্গামাটির বাঘাইছড়িতে সশস্ত্র হামলা চালিয়ে বর্বরোচিতভাবে ৭ জন মানুষকে হত্যাসহ আরো ২২জনকে গুলিবিদ্ধ করে আহত করাসহ ক্ষয়ক্ষতি নিরূপণ ও উত্তেজনাকর সার্বিক পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় কর্তৃক গঠিত ৭ সদস্য বিশিষ্ট্য তদন্ত কমিটির সদস্যরা কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে কমিটির সদস্যরা রাঙ্গামাটি থেকে রওয়ানা দিয়ে বেলা সাড়ে এগারোটা নাগাদ বাঘাইছড়ি পৌছেন। এসময় তারা বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেখানে চিকিৎসারত ৮ জনের সঙ্গে কথা বলে ১৮ই মার্চের বর্বরোচিত সশস্ত্র হামলার ঘটনা সম্পর্কে বিস্তারিত শুনে বক্তব্যগুলো রেকর্ড করেন। এরপর তদন্ত টিমের সদস্যরা উপজেলা পরিষদে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে বাঘাইছড়ির সার্বিক পরিস্থিতিসহ ঘটনার বিবরণ ও পরিস্থিতি থেকে উত্তরণে করণীয় সম্পর্কে তাদের মতামত গ্রহণ করেন। এর আগে বেলা এগারোটার সময় তদন্ত কমিটির টিম নিরাপত্তা প্রহরা নিয়ে সশস্ত্র হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে, কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে বুধবার রাতে রাঙ্গামাটি সার্কিট হাউসে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হয়। বুধবার রাত সাড়ে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সময়কাল ধরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রুদ্ধদ্বার এই বৈঠকে তদন্ত কমিটির করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বৈঠক চলে। তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিসের ডিডিএলজি (অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্তীর নেতৃতে উক্ত কমিটির অন্য সদস্যরা হলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন (সদস্য প্রশাসন) আশীষ কুমার বড়ুয়া, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, মেজর আশরাফ উপ-অধিনায়ক বিজিবি বাঘাইহাট জোন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক আহমেদ, চট্টগ্রাম ৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক মো. নুরুল আমিন, কমিটির সদস্য সচিব রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। এদিকে কমিটির সদস্যরা ছাড়াও রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার মো. আলমগীর কবিরসহ উচ্চপদস্থ কর্মকর্তাগণ কমিটির সঙ্গে বৈঠকে মিলিত হয়ে তাদের মতামত তুলে ধরেন। এই কমিটি বাঘাইছড়ি উপজেলায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে। এছাড়া ভবিষ্যতে এমন সহিংস ঘটনারোধে কমিটির সদস্যরা সুপারিশ দেবেন। আগামী ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন তারা। প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সাজেকের কংলাক ভোটকেন্দ্র থেকে ফেরার পথে নয় কিলো নামে স্থানে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নির্বাচনী কাজে নিয়োজিত ৭ জন নিহত হন। এই ঘটনায় আরো অন্তত ২৮ জন গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন।

আহতদের মধ্যে বাঘাইছড়িতে ৭ জন, খাগড়াছড়িতে ৪ চট্টগ্রাম সিএমএইচে ১০ এবং ঢাকা সিএমএইচে ৭জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status