বিশ্বজমিন

নারী ফুটবলারের ছবিতে অশালীন মন্তব্য, অতঃপর...

মানবজমিন ডেস্ক

২১ মার্চ ২০১৯, বৃহস্পতিবার, ১১:৩৫ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার একজন নারী ফুটবলারের ছবি টুইটারে পোস্ট করার পর অশালীন মন্তব্যে সয়লাব। এর ফলে ওই ছবি সরিয়ে ফেলা হয়। এমন সিদ্ধান্তে কড়া সমালোচনা করেন তার ভক্তরা ও স্পোর্টস বিষযক তারকারা। এর ফলে আবার ওই ছবিটি পোস্ট করা হয়েছে। অস্ট্রেলিয়ার কার্লটন ব্লুস এএফএলডব্লিউয়ের হয়ে ফুটবল খেলেন তাইলা হ্যারিস। সম্প্রতি একটি ম্যাচে পুরো শরীরের কসরত দিয়ে বলে লাথি মারতে দেখা যায় তাকে। সেই ছবিটি টুইটারে পোস্ট করার পর আপত্তিকর মন্তব্যের মহাপ্লাবন দেখা দেয়। ওইসব মন্তব্যকে যৌন নির্যাতন হিসেবে আখ্যায়িত করে তাইলা হ্যারিস নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

ফলে ব্রডকাস্টার ৭এএফএল ওই ছবিটি প্রত্যাহার করে নেয়। এর স্থানে টুইটার একাউন্ড থেকে ওই ছবি সরিয়ে সেখানে অন্য একটি ছবি পোস্ট করা হয়। ব্যাখ্যা করা হয় কেন আগের ছবিটি প্রত্যাহার করা হয়েছে। ফলে আরো সমালোচনা ওঠে। আবার পোস্ট করা হয় আগের ছবি। তবে তাইলা হ্যারিস এখনও শঙ্কিত। তিনি বুধবার সকালে একটি রেডিওর অনুষ্ঠানে যোগ দেন। সেখানে ওইসব মন্তব্যকে যৌন নির্যাতনমুলক বলে আখ্যায়িত করেন তিনি। ওদিকে ৭এএফএল বলেছে, তারা নারীর ক্ষমতা প্রদর্শন করতে ওই ছবিটি পোস্ট করেছিল। দেখাতে চেয়েছিল ওয়েস্টার্ন বুলডগসের বিরুদ্ধে কার্লটল কি অ্যাথলেটিক ও দক্ষতার সঙ্গে বিজয়ী হয়েছে। তবে তাদেরকে ক্ষমা করেন নি ভক্তরা। তারা প্রশ্ন তুলেছেন, কেন ওই ছবিটি প্রত্যাহার করে নেয়া হলো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status