বাংলারজমিন

‘দেশে শিল্পায়নে বেকারত্ব কমেছে’

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২১ মার্চ ২০১৯, বৃহস্পতিবার, ৮:৩৭ পূর্বাহ্ন

ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান নির্মাণে সর্বাত্মক সহায়তা করছে বলেই দেশে শিল্পবিপ্লব ঘটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশে শিল্প বিকাশের কারণে বেকারত্ব এখন অনেক কমে এসেছে। দেশের মানুষের মাথাপিছু আয় ও জিডিপি বৃদ্ধি পেয়েছে। শিল্পকারখানাগুলো তাদের তৈরিকৃত পণ্য দিয়ে দেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বে রপ্তানি করে ব্যাপক প্রশংসাও কুড়াচ্ছে। বিগত সরকার শিল্পবান্ধব ছিল না বলে প্রতিষ্ঠানে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি চলতো। এখন সে অবস্থা নেই বলে নতুন উদ্যোক্তরা শিল্পপ্রতিষ্ঠান নির্মাণে এগিয়ে আসছেন। বুধবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা এলাকার লিতুন ফেব্রিক্স লিমিটেড নামের একটি উৎপাদনমুখী পোশাক কারখানা পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, লিতুন ফেব্রিক্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নজরুল ইসলাম ঢালী, জেনারেল ম্যানেজার এফকে ফারুক, নারায়ণগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শাহজাহান কবির, রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবেদ আলী, ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম, আলহাজ আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status