অনলাইন

খাগড়াছড়িতে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

অনলাইন ডেস্ক

১৯ মার্চ ২০১৯, মঙ্গলবার, ৯:৪২ পূর্বাহ্ন

রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্বপালন শেষে ফেরার পথে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আগামীকাল খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। মঙ্গলবার সন্ধ্যায় সংগঠনটির খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্বপালন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে আটজন মারা যান এবং এই ঘটনায় আরও ২৯ জন আহত হন। এছাড়া রাঙামাটির বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা হয়ে। এসব ঘটনার প্রতিবাদে এই হরতালের ডাক দেন তারা। তবে পর্যটক বহনকারী গাড়ি, অ্যাম্বুলেন্স,শিশু খাদ্য পরিবহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পার্বত্য এলাকা বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্য বিস্তারের জেরে পাহাড়ে একের পর এক হামলার ঘটনা ঘটছে। তাই অস্ত্রধারী এসব সংগঠনকে নিষিদ্ধ করে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে হবে।
হরতালে কোনও ধরনের বাধা দিলে তিন পার্বত্য জেলায় লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে ষোষণা দিয়েছে ছাত্র সংগঠনটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status