দেশ বিদেশ

মায়ের ওষুধ কিনতে গিয়ে লাশ হলেন জুলহাস

স্টাফ রিপোর্টার

২০ মার্চ ২০১৯, বুধবার, ৯:২৬ পূর্বাহ্ন

রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায় দুর্র্বৃত্তদের গুলিতে জুলহাস মোল্লা (৪৫) নামের একজন নিহত হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। জুলহাস সাভার রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেডের প্রাইভেটকার চালক ছিলেন। ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে জুলহাস মোল্লাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, জুলহাস পশ্চিম মেরুল বাড্ডার তার বোনের সঙ্গে থাকতেন। সেখানে একটি তিন তলা ভাড়া বাসায়   জুলহাসের অসুস্থ মা-ও থাকেন। তার মা গত কয়েক বছর ধরে প্যারালাইজড। স্ত্রী নওরিন আক্তার জেমি, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে জুলহাসের পরিবার। বড় মেয়ের বয়স ৮ বছর। সে প্রথম শ্রেণিতে পড়ে। আর ছোট দুই ছেলের মধ্যে একজনের বয়স ৩ বছর। আরেক জনের বয়স দেড় বছর। গত সোমবার রাতে বাসার সামনের ফার্মেসি থেকে অসুস্থ মায়ের জন্য ওষুধ আনতে গিয়েছিলেন জুলহাস মোল্লা। সঙ্গে তার বড় বোনও ছিল। ফার্মেসির সামনে যাওয়ার পরই ২৫ থেকে ২৬ বছর বয়সী দু’জন জুলহাসকে গুলি করে দৌড়ে পালিয়ে যায়। জুলহাসের বোন সোমেহের বেগম জানান, আমার সামনেই দুইজন ছেলে এসে ভাইকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে সে রাস্তায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে সে মারা যায়। আমার ভাই একজন সাধারণ মানুষ। তার তেমন কোনো বন্ধু বান্ধবও নাই। এ ছাড়া তার কোনো শত্রু আছে বলে আমার মনে হয় না। কেন আমার ভাইকে হত্যা করা হলো। আমরা এই হত্যার বিচার চাই। জুলহাসের ভগ্নিপতি ইমু মানবজমিনকে বলেন, গতকাল আমরা লাশ দাফন করেছি। ঘটনার দিন রাতেই এই বিষয়ে বাড্ডা থানা থেকে পুলিশ এসে আমাদের সঙ্গে কথা বলে গেছে। কারা এই খুনের সঙ্গে জড়িত বা কাউকে সন্দেহ করেন কিনা এমন প্রশ্নে ইমু বলেন, জুলহাস ভাই খুবই সাধারণ একজন মানুষ ছিলেন। তার কোনো শত্রু থাকতে পারে বলে আমার জানা নাই। আর কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত আমরা জানি না। এ বিষয়ে বাড্ডা থানার এস আই সাইফুল ইসলাম মানবজমিনকে বলেন, সোমবার রাতে এমন একটা ঘটনার কথা আমরা শুনেছি। পরে আমরা ঘটনাস্থলে গিয়েছি। কিন্তু নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ এখনো কোনো লিখিত অভিযোগ জানায়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status