খেলা

স্ট্রাইকারত্রয়ীর দিকে তাকিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, বিরাটনগর নেপাল থেকে

২০ মার্চ ২০১৯, বুধবার, ৯:১৬ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে খেলা আট ম্যাচে ৩৯ গোল হজম করেছে বাংলাদেশ। বিপরীতে মাত্র চারবার বল জালে প্রবেশ করিয়েছে সাবিনা-কৃষ্ণারা। তিন গোলদাতাই আছেন বর্তমান দলে। ২০১৬ সালের জানুয়ারিতে শিলিগুড়িতে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের জালে প্রথম বল প্রবেশ করিয়েছিলেন সিরাত জাহান স্বপ্না। পরের দুটি গোল এসেছে সর্বশেষ দুই ম্যাচে। একটি ২০১৬ সালের ফেব্রুয়ারিতে শিলং গৌহাটিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে। ৫-১ গোলে হারের ম্যাচে একমাত্র গোলটি করেন সাবিনা খাতুন। চার মাস আগে অলিম্পিক বাছাই পর্বে অপর গোলটি করেন কৃষ্ণা রানী সরকার। কাল দিল্লি পাবলিক স্কুল মাঠে এই তিন ফরোয়ার্ডকে নিয়ে আলাদা কথা বলেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। কোচের উৎসাহে কৃষ্ণা জানান, স্যাররা আমাদের এই ম্যাচে স্বাধীনভাবে খেলতে বলেছেন। মিয়ানমারে আমি গোল করেছিলাম ভারতের বিপক্ষে। প্রথম ১৫ মিনিটে পেনাল্টির আগ পর্যন্ত আমি এবং স্বপ্না ভারতের রক্ষণকে অনেক চাপে রেখেছিলাম। কিন্তু পেনাল্টিতে গোল হওয়ার পর মোমেন্টামটা থাকেনি। তবে এই ম্যাচেও চেষ্টা থাকবে শুরু থেকেই ভারতের রক্ষণকে চাপে ফেলার। জাতীয় দলের একমাত্র অভিজ্ঞ ফুটবলার সাবিনা বলেন, ওদের প্রায় প্রত্যেকের বিপক্ষেই আমার খেলার অভিজ্ঞতা আছে। আমাদের চেষ্টা থাকবে আমার অভিজ্ঞতা মাঠে অন্যদের সঙ্গে শেয়ার করে ওদের সেরাটা বের করে আনা।
শিলিগুড়ির গত আসরে সাবিনা খাতুন ও স্বপ্না মিলে করেছিলেন ১১ গোল। অথচ এবার সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে গ্রুপের দুই ম্যাচে বাংলাদেশ করেছে মাত্র দুই গোল। ভুটানের বিপক্ষে সাবিনা গোল পেলেও ম্লানই ছিলেন স্বপ্না। নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে অবশ্য চেষ্টার কমতি ছিল না তার। রক্ষণাত্মক কৌশলে খেলা বাংলাদেশ স্বপ্নাকে সামনে রেখে সাজিয়েছিল রণ পরিকল্পনা। ১৮ বছর বয়সী এই স্ট্রাইকারের সবচেয়ে বড় শক্তির দিক গতি। নেপালের অর্ধে লম্বা বল ফেলে স্বপ্নার গতিটাকেই কাজে লাগাতে চেয়েছিল বাংলাদেশ। নেপালের অভিজ্ঞ রক্ষণের সঙ্গে পাল্লাও দিতে হয়েছে তাকে সমান্তরালে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দারুণ একটা প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরলে দলের মতো তাকেও থাকতে হয়েছে গোলহীন। তবে ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে স্বপ্নাও কথা দিলেন গোল করার। ‘আসলে চেষ্টা তো করছি। কিন্তু গত দুই ম্যাচে হয়নি। নেপালের বিপক্ষে ম্যাচটা তো দেখলেন, বক্সের বাইরে থেকে নেয়া শটটা কিপারকে পরাস্ত করলেও গিয়ে লাগলো ক্রসবারে। গোল না পাওয়া নিয়ে স্যারদের (কোচ) সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, চেষ্টা কর, হয়ে যাবে। সেমিফাইনালেই সেটা করে দেখাতে চাই।’ তবে ভারতের মতো অভিজ্ঞ দলের বিপক্ষে কাজটা যে সহজ হবে না- সেটাও বললেন দশম শ্রেণির এই ছাত্রী। বললেন, ‘ভারত অনেক অভিজ্ঞ দল। তাদের বিপক্ষে গোল করা মোটেই সহজ নয়। তবে আমরা গত দুই বছর ধরে অনেক পরিশ্রম করেছি। বিশ্বাস আছে এর ফল নিশ্চয় পাবো সেমিফাইনালে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status