দেশ বিদেশ

অবহেলিত শরীয়তপুরের চরাঞ্চল

স্টাফ রিপোর্টার

২০ মার্চ ২০১৯, বুধবার, ৯:১০ পূর্বাহ্ন

উত্তরে পদ্মা, পূর্ব ও দক্ষিণে মেঘনা এবং আড়িয়াল খাঁ, পশ্চিমে কীর্তিনাশা নদী পরিবেষ্টিত শরীয়তপুর জেলা। এ জেলায় রয়েছে ৭টি থানা, ৬টি পৌরসভা ও ৬৫টি ইউনিয়ন। এরমধ্যে অর্ধেকের বেশি জায়গাই চরাঞ্চল। এই জেলায় গ্রামীণ উন্নয়নের কাঠামো বলতে তেমন কিছু শুরুই হয়নি। ফেরি উদ্বোধনের পর মহাসড়ক প্রশস্ত করার কাজ এখনো শেষ হয়নি। এ ছাড়া জেলার অনেক রাস্তা সরু ও পাকা না হওয়ায় জনগণের চলাচল করতে অনেকটাই অসুবিধা হচ্ছে। এই জেলার মধ্যদিয়ে প্রবাহিত হওয়া পদ্মা, মেঘনার শাখা নদীগুলোতে ড্রেজিংয়ের অভাবে চর পড়ে যাচ্ছে। মূলত এই জেলাটি চরাঞ্চল এবং নদী ভাঙনকবলিত হওয়ায় এই জনপদের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এই জেলার বেকার যুবকদের কর্মসংস্থানের তেমন কোনো ব্যবস্থা নেই। এ ছাড়া ভারী কোনো শিল্প-কারখানা গড়ে ওঠেনি এখনো।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status