বাংলারজমিন

সরাইলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ প্রার্থীর জরিমানা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২০ মার্চ ২০১৯, বুধবার, ৮:৪৪ পূর্বাহ্ন

 সরাইলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৪ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকালে ২ জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আর গত সোমবার রাতে ১ জন চেয়ারম্যান সহ ২ প্রার্থীও  ভ্রাম্যমাণ আদালতে ধরা পড়েন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, দেওয়ালে নির্বাচনী পোস্টার সাঁটানোর দায়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছা. শিরিন আক্তারকে ৩ হাজার টাকা ও নিজের মোটরবাইক প্রতীক সম্বলিত নির্বাচনী স্টিকার লাগানোর দায়ে আবু হানিফকে জরিমানা করা হয় ২ হাজার টাকা। উভয় প্রার্থীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম মোসা। গত সোমবার রাতে আগামী ৩১শে মার্চের নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মো. শের আলম মিয়ার নির্বাচনী প্রচার কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশায় প্রতীক সম্বলিত পোস্টার সাঁটানো ছিল। শের আলম মিয়া উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। এটা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। তাই ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই অপরাধে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমীন খানকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status