বাংলারজমিন

কিশোরগঞ্জে মামার জায়গা দখল করলো ভাগ্নে

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২০ মার্চ ২০১৯, বুধবার, ৮:৪২ পূর্বাহ্ন

 কিশোরগঞ্জে পুলিশের সহায়তায় মোহাম্মদ আসাদুজ্জামান নামে এক ব্যক্তির জায়গা তার ভাগ্নেরা জবরদখল করে নিয়ে যাচ্ছেন। এজন্যে পুলিশের উপস্থিতিতে রাত-দিন চলছে সীমানা প্রাচীর নির্মাণের কাজ। এভাবে পুলিশ দিয়ে জায়গা জবরদখলের ঘটনায় আতঙ্কিত জায়গার মালিক মোহাম্মদ আসাদুজ্জামান। কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নগাঁও এলাকায় কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়ক ঘেঁষা মোহাম্মদ আসাদুজ্জামানের মালিকানাধীন জবরদখল হওয়া তিন শতাংশ জায়গার মূল্য অন্তত ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী আসাদুজ্জামান ও এলাকাবাসী। তবে মোহাম্মদ আসাদুজ্জামানের ভাগ্নে হুমায়ুন জামান চৌধুরী জায়গা দখলের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি নিজেদের জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করছেন বলে দাবি করেন।
মঙ্গলবার সকালে সরজমিন বিন্নগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, বিরোধপূর্ণ জায়গায় টিনের বাউন্ডারির ভেতরে সীমানা প্রাচীর নির্মাণের কাজ করছেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। পাশেই একটি ভবনের বারান্দায় বসে রয়েছেন পুলিশের চার সদস্যসহ মোহাম্মদ আসাদুজ্জামানের ভাগ্নে হুমায়ুন জামান চৌধুরী। এ সময় আশপাশে আরো বেশ কয়েকজন পুলিশ সদস্যকে পোশাকে এবং সাদা পোশাকে অবস্থান করতে দেখা যায়। পুলিশের উপস্থিতিতে সীমানা প্রাচীর নির্মাণের বিষয়ে জানতে চাইলে সেখানে থাকা এসআই তোফায়েল জানান, শান্তি-শৃংখলা রক্ষার জন্য তারা এখানে রয়েছেন।
মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ২০০৮ সালের ৩০শে অক্টোবর তার মা মোমেনা খাতুন ছেলে মোহাম্মদ আসাদুজ্জামান এবং মেয়ে মোছাম্মৎ রৌশন আরা বেগমকে হেবা দলিলমূলে ২০ শতাংশের কিছু বেশি জায়গা সমানভাগে ভাগ করে দেন। এতে দুই ভাই-বোনের ভাগে ১০ শতাংশের কিছু বেশি জায়গা পান। মোহাম্মদ আসাদুজ্জামান অভিযোগ করেন, তার ভাগে পাওয়া জায়গার মধ্যে তিন শতাংশ জায়গা জবরদখলের জন্য দীর্ঘদিন ধরে তার ভাগ্নে হুমায়ুন জামান চৌধুরী পাঁয়তারা করে আসছিলেন। এর অংশ হিসেবে সোমবার সকালে পুলিশ নিয়ে এসে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করে। রাত-দিন পুলিশের উপস্থিতিতে তারা সীমানা প্রাচীর নির্মাণ করে চলেছে। এতে তার মালিকানাধীন জায়গাটি জবরদখল হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া পুলিশ দিয়ে এভাবে জায়গা দখল করায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, হুমায়ুন জামান চৌধুরী নিজেদের জায়গায় সীমানা প্রাচীর করছেন। বাইরের লোকজন যেন কোন ধরনের হয়রানি করতে না পারে, এজন্যে তিনি পুলিশের সহায়তা চেয়েছিলেন। সে অনুযায়ী পুলিশ সেখানে গিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status