বাংলারজমিন

রংপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে:

২০ মার্চ ২০১৯, বুধবার, ৮:৪২ পূর্বাহ্ন

রংপুরের ধাপ জেল রোড এলাকায় আড়াই শতক জমি দখল নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাকাঘর ও সীমানা প্রাচীর নির্মাণ করছে প্রতিপক্ষ। এ ব্যাপারে সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম সাংবাদিকদের লিখিত বক্তব্যে বলেন, নগরীর ধাপ জেল রোড এলাকার নজরুল ইসলাম প্রতিবেশী যতিন্দ্র নাথ রায়ের সাবেক ১২৪১ ও ১২৪৩ দাগের ২১ শতক জমি ক্রয় করেন। জমির দলিল সম্পাদনের পর জমি বুঝে নিতে গিয়ে দেখতে পায় জমি আছে সাড়ে ১৮ শতক। ক্রেতা এ ব্যাপারে আপত্তি জানালে বিক্রেতা বাকি আড়াই শতক জমি বুঝে দেয়ার আশ্বাস দেন। এরপর বিক্রেতারা তাদের কাছে ১২৪৩ দাগের সাবেক ৭ শতক জমি বিক্রি করেন এবং বাকি আড়াই শতক জমি পরে দেবেন বলে আশ্বাস দেন। বিক্রেতা যতিন্দ্র নাথ মারা গেলে তার পুত্র রাজেন্দ্র বিষয়টি অস্বীকার করে ওই দাগের জমি সেটেলমেন্ট অফিসে নিজ নামে রেকর্ড করিয়ে নেয়। এ ব্যাপারে নজরুল ইসলাম ৩০ ধারায় মামলা করলে রায় পান। এরপরও ওই জমি ফেরত দিতে গড়িমসি করে এবং প্রতিপক্ষ রাজেন্দ্র হুমকি দেয়, আমার প্রতি কোনো সমস্যা সৃষ্টি করলে সংখ্যালঘুর ওপর অত্যাচারের অভিযোগ তুলবো। এতে নিরুপায় হয়ে বাদী নজরুল ইসলাম সিনিয়র সহকারী জজ আদালত মিঠাপুকুরে একটি মামলা করেন। মামলায় বিজ্ঞ আদালত ওই জমির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। রাজেন্দ্র নাথ রায় ওই আদেশ উপেক্ষা করে সেখানে পাকাঘর নির্মাণ ও প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়। আদালতের নির্দেশ অমান্য করায় বাদী নজরুল ইসলাম একটি মিস ভাইলেশন কেস (কেস নং মিস-৩৭/২০০৯) করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চলতি বছরের ১১ই মার্চ আবার বিরোধপূর্ণ জমিতে দেয়াল নির্মাণের কাজ শুরু করে। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ ব্যাপারে নজরুল ইসলাম সুবিচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সহযোগিতা কামনা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status