বাংলারজমিন

নাসিরনগরে নিখোঁজের ৫ দিন পর লাশ উদ্ধার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২০ মার্চ ২০১৯, বুধবার, ৮:৪২ পূর্বাহ্ন

নাসিরনগরে নিখোঁজের ৫ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় জুয়েল (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল ১১টার দিকে উপজেলার চাপরতলা গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত চাপড়তলা গ্রামের প্রয়াত আনব আলীর ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গত ১৪ই মার্চ শ্বশুরবাড়িতে ছিল জুয়েল। রাতে কে বা কারা তার মুঠোফোনে ফোন করে ডেকে নেয়। ওই রাতে জুয়েল আর ফিরে আসেনি। পরের দিন আত্মীয়স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে জুয়েলের সন্ধান পায়নি। নিখোঁজের ২ দিন পর নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। গতকাল সকালে গ্রামের খন্দকার বাড়ি ও জুয়েলের শ্বশুরবাড়ির মধ্যবর্তী স্থানের একটি পরিত্যক্ত ডোবায় কচুরিপানার নিচে মানুষের একটি হাত দেখতে পায় স্থানীয় লোকজন। তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় নিহত জুয়েলের লাশ উদ্ধার করে। অন্য আরেকটি সূত্র জানায়, জুয়েল ডেকোরেটর্স ব্যবসার পাশাপাশি সিএনজি চালিত অটোরিকশার চালক ছিল। প্রথম বিয়ে করেছিল চম্পকনগর গ্রামে। এটা তার দ্বিতীয় বিয়ে। শুক্রুবার দিনের বেলায় তার  মোটরবাইকটি ৪০ হাজার টাকায় বিক্রি করেছিল। আর ওই রাতেই সে নিখোঁজ হয়। নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির জানান, লাশের গলায় গামছা পেছানো ছিল। লাশের হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঠাণ্ডা মাথায় তাকে হত্যা করে ঘুম করার উদ্দেশ্যে কচুরিপানার নিচে লাশটি রেখে গেছে। হত্যাকারী ও হত্যার রহস্য উৎঘাটন করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status