বাংলারজমিন

অবৈধ দখলদারদের বিরুদ্ধে রেলের উচ্ছেদ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

২০ মার্চ ২০১৯, বুধবার, ৮:৪২ পূর্বাহ্ন

 রেলের জমিতে অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমের কর্তৃপক্ষ। পূর্ব-ঘোষণা অনুযায়ী গতকাল সকাল থেকে রাজশাহীতে এই অভিযান শুরু করা হয়। এদিন কোর্ট স্টেশন এলাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বিভিন্ন অবৈধ স্থাপনা বুলডোজার ও লেবারদের সহযোগিতায় ভেঙে দেয়া হয়। পশ্চিমাঞ্চল রেলের ভূ-সম্পত্তি বিভাগের প্রধান আবদুল মান্নান বলেন, পূর্ব-ঘোষণা অনুযায়ী মঙ্গলবার কোর্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। দুইদিন এই উচ্ছেদ অভিযান চলার কথা রয়েছে। তবে প্রয়োজনে এই উচ্ছেদ অভিযানের মেয়াদ বৃদ্ধি করা হবে। এর আগে ১২ই মার্চ একটি বিজ্ঞপ্তির পাশাপাশি মাইকিং করে রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ও দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্টদের জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা রেলের জায়গা অবৈধভাবে ব্যবহার করে বসবাস, ব্যবসা-বাণিজ্য বা অন্যান্য কাজ করে আসছেন তাদেরকে আগামী ১৯শে মার্চের মধ্যে জায়গা খালি করে দিতে হবে। অন্যথায় ২০শে মার্চ উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলদারদের সমস্ত স্থাপনা সরিয়ে ফেলা হবে ও সংশ্লিষ্ট দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নির্ধারিত সময়ের পর অবৈধ স্থাপনা সরাতে দখলদারদের কাছ  থেকে এর সমস্ত খরচ আদায় করা হবে। এছাড়া যাদের লাইসেন্স ফি দুইবছরের অধিক বকেয়া রয়েছে, তাদের বিরুদ্ধে উচ্ছেদসহ চলমান নীতিমালার আলোকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই আলোকে গতকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status