বাংলারজমিন

গাজীপুরে ৪ ভুয়া ডিবি, র‌্যাব গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

২০ মার্চ ২০১৯, বুধবার, ৮:৪২ পূর্বাহ্ন

গাজীপুরে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ভুয়া র‌্যাব, ডিবি ও ডিজিএফআই পরিচয় দানকারী চার জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তাররা হলো- ইয়াছিন রানা, মো. দীপু, গোলাম মোস্তফা ও আলমগীর। গেল রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে গতকাল আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রুহুল আমিন সরকার।
রুহুল আমিন সরকার জানান, গত ১৬ই মার্চ রাতে নগরের টঙ্গী পশ্চিম থানাধীন আশরাফ সেতুর সামনে থেকে ভুয়া র‌্যাব, ডিজিএফআই ও ডিবি পরিচয় দানকারী কয়েকজন দুর্বৃত্ত মাওলানা মুফতি মিজানুর রহমান মিজানীকে অপহরণ করে। পরে ডিএমপির লালবাগ থানা এলাকায় ভিকটিমকে অজ্ঞাত স্থানে আটক করে ২০ লাখ টাকা মুক্তপণ দাবি করে এবং ভিকটিমের ব্যবহৃত একটি প্রাইভেটকার নিয়ে যায়। এ ঘটনায় মুফতি মিজানুর রহমানের স্বজনরা টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। পরে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ অপারেশন পরিচালনা করে তথ্য প্রযুক্তির মাধ্যমে চার জন ভুয়া র‌্যাব, ডিজিএফআই ও ডিবি আটকসহ অপহৃত মাওলানা মুফতি মিজানুর রহমান মিজানীকে উদ্ধার করা হয়।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status