বিনোদন

অণিমার নির্দেশনায়

স্টাফ রিপোর্টার

২০ মার্চ ২০১৯, বুধবার, ৮:৩০ পূর্বাহ্ন

ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে আজ থেকে দু’দিনব্যাপী ‘তৃতীয় সংগীত উৎসব-২০১৯’ শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ সংলগ্ন মাঠে এই উৎসব প্রতিদিন সকাল ১১টা থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সংগীত উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ও সংগীত বিভাগের চেয়ারম্যান অণিমা রায়। ২০১৭ সালে অনিমা রায়েরই উদ্যোগে এই বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক সংগীত উৎসব ২০১৭’ অনুষ্ঠিত হয়। মাঝে এক বছর বিরতি নিয়েছেন তিনি আগের চেয়ে আরো ভালো একটি সংগীত উৎসব উপহার দেয়ার লক্ষ্যে। আজ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মীজানুর রহমান। আগামীকাল উৎসবের শেষদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। উৎসবের প্রথমদিনে অন্যান্য পরিবেশনার পাশাপাশি সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে সংগীত বিভাগের বিশেষ নিবেদন রবীন্দ্র নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। এর নির্দেশনায় আছেন অণিমা রায়। নৃত্য পরিচালনায় আছেন ওয়ার্দা রিহাব। সংগীত বিভাগের ৪২ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন। অণিমা রায় জানান, এবারের উৎসবে সংগীতের সকল ধারাকেই তিনি সম্পৃক্ত রাখার চেষ্টা করেছেন। দু’দিনব্যাপী অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এছাড়া উৎসবের শেষদিন থাকবে প্রবন্ধ পাঠ ও সম্মাননা প্রদান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status