বিনোদন

‘কর্তৃত্ব গ্রহণ করো নারী’-শীর্ষক আবৃত্তি মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার

২০ মার্চ ২০১৯, বুধবার, ৮:২৯ পূর্বাহ্ন

রাজধানীর শাহবাগের শওকত ওসমান মিলনায়তনে রোববার ‘কর্তৃত্ব গ্রহণ করো নারী’- শীর্ষক এক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ‘উচ্চারিত প্রতিটি কথা হোক শিল্প’ স্লোগানকে সামনে রেখে এটি আয়োজন করা হয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে। জাতীয় আবৃত্তি একাডেমির ৫৭তম প্রযোজনায় অনুষ্ঠানটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন আবৃত্তি শিল্পী হিমাদ্রী মোর্শেদ তাহমিনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী মদীনা। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম
সাধারণ সম্পাদক রেজীনা ওয়ালী লীনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও চেয়ারপারসন ড. কাবেরী গায়েন। অনুষ্ঠানে আবৃত্তি পাঠ করেন, সংগঠনের বর্তমান পরিচালক মৃণ্ময় মিজান, সাবেক পরিচালক মাসুদ আহম্মেদ, সাবরিন ইসলাম জুঁই, দিলসাদ জাহান পিউলি, হিমাদ্রী মোর্শেদ, আবদুস সালাম, মোহাম্মদ ইসহাক আলী, হাসনাইন আনজুম, টুম্পা, শুইশিমে, হাফসা, আলমাছ এবং মিতু। প্রযোজনায় স্থান পায় ব্যাতিক্রম সব কবিতা। যাতে ছিল বিভিন্ন নারী চরিত্রে পৌরাণিক থেকে শুরু করে বাদশাহজাদী, গ্রাম্য বধূ থেকে প্রত্যন্ত অঞ্চলের কৃষাণী ও হালের নারীদের দুঃখ-সুখের সাতকাহন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status