অনলাইন

গণভবনে আমার কনসেন্ট্রেশন ঠিক ছিল না: ভিপি নুর

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

১৭ মার্চ ২০১৯, রবিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে গণভবনে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি নিজের কনসেনট্রেশন নষ্ট করেছে বলে দাবি করেছেন ডাকসুর নব নির্বাচিত ভিপি নুরুল হক নুর। আজ রবিবার মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন দাবি করেন তিনি।

এসময় তিনি বলেন, গণভবনে আমরা শুনেছিলাম যে কেবল ডাকসুর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও হল সংসদের নেতৃবৃন্দকে চায়ের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমরা গিয়ে দেখি এর বাইরে বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরাও ছিলেন। ফলে সেখানে যাওয়ার পর আমি নিজেই একটু অস্বস্তিতে পরেছি, ভুল হয়েছে। স্বাভাবিকভাবেই একবার যদি মানুষের কনসেনট্রেশন (মনযোগ) নষ্ট হয়ে যায় তাহলে কথা বলার মুড’টা থাকেনা। সেকারণে আমি অনেক কথা বলতে পারিনি।

উল্লেখ্য, গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে গণভবনে দেখা করতে যান ডাকসুর নবনির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় স্বভাবসুলভ আচরণের বাইরে অনেকটা আবেগ আপ্লুত হয়ে সেখানে বক্তব্য দেন ভিপি নুরুল হক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে চলছিল সমালোচনা। এরই মধ্যে আজ তিনি এ কথা বললেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status