দেশ বিদেশ

সাংবাদিক রাজা আর নেই

স্টাফ রিপোর্টার

১৮ মার্চ ২০১৯, সোমবার, ৯:২৯ পূর্বাহ্ন

সাংবাদিক শফিউল আলম রাজা আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গতকাল রাজধানীর মিরপুরের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজার দীর্ঘদিনের সহকর্মী রায়হান জনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার সহকর্মীদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। পল্লবী থানার ওসি তদন্ত (অপারেশন) মো. এমরানুল ইসলাম জানান, বেলা আড়াইটার দিকে পল্লবীর ১০ নম্বর রোডের ৬ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার ও বাসার লোকজনের কাছে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৩টার দিকে তিনি বাসায় ফেরেন। তারা জানান, দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসায় তিনি একাই থাকতেন। রুমের ভেতরে বমির চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার জন্যই তিনি মারা গেছেন। ১৯৯৮ সাল থেকে দৈনিক জনকণ্ঠসহ বিভিন্ন দৈনিকের বিনোদন পাতায় লেখালেখি করতেন শফিউল আলম রাজা। ২০০২ সালে দৈনিক জনতায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। পরে দৈনিক অর্থনীতি ও যুগান্তরে কাজ করেন। সর্বশেষ অনলাইন নিউজ পোর্টাল প্রিয়ডটকমের  প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। কুড়িগ্রামে জন্ম নেয়া শফিউল আলম রাজা শ্রোতা-দর্শকের কাছে ‘ভাওয়াইয়া রাজা’ নামেও পরিচিত ছিলেন। মিরপুর সাড়ে ১১-তে ‘কলতান’ নামে তার একটি গানের স্কুল রয়েছে। রাজা ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য। সংগঠনটির সাবেক সাংস্কৃতিক সম্পাদকও ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status