অনলাইন

মা’র স্মরণে হিমালয়ের উচ্চতায় পিয়ানো কনসার্ট

অনলাইন ডেস্ক

১৫ মার্চ ২০১৯, শুক্রবার, ৮:২৮ পূর্বাহ্ন

পিয়ানো স্বাভাবিকভাবেই চিত্তাকর্ষক। তবে কয়েক হাজার মিটার উচ্চতায় শূন্য ডিগ্রি তাপমাত্রায় পিয়ানো অনুষ্ঠান অবিশ্বাস্যই বটে। কিন্তু সেটাই করে দেখালেন পিয়ানিস্ট এভেলিনা দে লাইন। হিমালয়ের ১৬,২২৭ ফুট উঁচু চূড়ায় মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পিয়ানো অনুষ্ঠান করেন তিনি, যা ইতিমধ্যে গিনেস বিশ্ব রেকর্ডের তালিকায় জায়গা করে নিয়েছে।

২০১৭ সালের জানুয়ারিতে এলেভিনার মা ইন্তেকাল করেন। এটা তার জীবনের চরম বিষণœতার কারণ ছিল। কয়েক মাস পর এক পিয়ানো বিশেষজ্ঞ ডেসমন্ড জেন্টেলের সঙ্গে সাক্ষাত করেন। তিনি এলেভিনাকে ‘কানসার্ট ইন দ্যা ক্লাউডস’ নামক এপর্যন্ত সর্বোচ্চতায় কানসার্টের আয়োজনের পরামর্শ দেন। এভেলিনা মনে করেন তার মায়ের প্রতি শ্রদ্ধ জানাতে এটাই যথোপযুক্ত উপায়।

এভেলিনার মা একজন মিউজিকের শিক্ষক ছিলেন। তিনি এভেলিনাকে পিয়ানোর প্রতি সবসময় উৎসাহ যোগাতেন। এই উৎসাহ আরও বেড়ে ওঠে যখন ডেসমন্ড ১৯শতকের ফ্রেডারিক চপিন’স মিউজিকের জন্য তাকে পরামর্শ দিলেন। এই মিউজিকে এভেলিনা অনেকটা অভ্যস্ত ছিলেন। ১৬ বছর বয়সে তিনি তার মায়ের দিক নির্দেশনায় রাষ্ট্রীয় পুরস্কারও জিতেছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status