দেশ বিদেশ

খালেদার মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীকে বিএনপির এক তৃণমূল নেতার চিঠি

স্টাফ রিপোর্টার

১৫ মার্চ ২০১৯, শুক্রবার, ৯:৫৬ পূর্বাহ্ন

দলের চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিএনপির এক তৃণমূল নেতা। শামসুল আলম নামে ওই নেতা প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে রোববার নিজ হাতে চিঠিটি দিয়ে আসেন। প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে লিখেছেন, আমি আপনার (প্রধানমন্ত্রীর) ছোট ভাই শেখ রাসেল না হতে পারি আপনার ভাইয়ের বয়সী একজন ছোট ভাই হিসাবে ও দেশের একজন নাগরিক হিসেবে আবেদন করতে চাই, আপনি বেগম খালেদা জিয়ার মামলা, মামলার রায় এবং কারাবাস সকল বিষয়ে অবগত আছেন। তিনি অসুস্থ, বয়স্ক, দেশের সাবেক প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপাসন। এই বিষয়গুলো বিবেচনা করে তাকে মুক্তি দিন। আমি তাকে মুক্তি দেয়ার জন্য আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। তিনি লিখেছেন, মহান রাব্বুল আলামীন আপনার প্রতি যেকোনোভাবে হোক সন্তুষ্ট। কারণ ইচ্ছা করলেই ক্ষমতায় থাকা যায় না, ক্ষমতার মালিক আল্লাহ। আপনার শ্রদ্ধেয় পিতা ও মাতা এবং ১৫ই আগস্ট ১৯৭১ সালে আপনার পরিবারবর্গের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। মহান প্রভুর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। প্রার্থনা করি আপনার ছোট ভাই শেখ রাসেলের জন্য। তিনি এবং আমি প্রায় সমান বয়সী। বেঁচে থাকলে তিনি বয়সে প্রায় আমার সমান হতেন। কত আবদার নিয়ে বার বার আপা-আপা বলে আপনার কাছে ছুটে আসতেন, আপনাকে ডাকতেন। আপনি আজ সে ডাক থেকে বঞ্চিত। আল্লাহ আপনাকে সাহায্য করুন ও ধৈর্য ধারণ করার শক্তি-সামর্থ্য দান করুন। শামসুল আলম লিখেছেন, যেহেতু বিপদ-আপদের কোনো হাত পা নেই, আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রক। আপনাকে কথা দিলাম, ওয়াদা করলাম, কোনো কারণে বা বিপদে আপনার জন্য যদি কারও কাছে কোনো বিষয়ে আবেদন করতে হয় আমি করবো। আপনার একজন ছোট ভাই হিসেবে, আমার মতো ছোট মানুষ আপনার কাজে লাগতে পারলে নিজকে ধন্য মনে করবো। শুধু তাই নয়, মানব কল্যাণে যেকোনো বিষয়ে আমার মতো ছোট মানুষকে আপনি ডাকলে আমি অবশ্যই সাড়া দিবো এবং হাজির হয়ে যাবো। আমি শান্তি চাই, যুদ্ধ চাই না। আমি সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিনা বিচারে মানুষ হত্যা এবং দুর্নীতিকে ঘৃণা করি। এইগুলোর কোনোটাই মানুষের মঙ্গল বয়ে আনে না বরং সবদিক থেকে ক্ষতিকর। এইগুলো যারা করে এরা মানুষ নয়, এরা মানুষরূপী পশু। আমি চাই সকল মানুষ শান্তিতে থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। দোয়া করি সকল অসুস্থ মানুষকে আল্লাহ যেন সুস্থ করে দেন। শামসুল আলম লিখেছেন, সরকার প্রধান হিসেবে কারাবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্তির সার্বিক বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি এবং আবেদন জানাচ্ছি। অনুগ্রহ করে আমার আবেদনটি সার্বিক বিশেষ বিবেচনায় এনে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। উল্লেখ্য, শামসুল আলম ঢাকা মহানগর ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য বলে চিঠিতে উল্লেখ করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status