বাংলারজমিন

মেরিন ড্রাইভ সড়কে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে

১৫ মার্চ ২০১৯, শুক্রবার, ৯:০২ পূর্বাহ্ন

ইয়াবা পাচারে নিত্যনতুন সব পদ্ধতি ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। তাদের কৌশল আর অভিনবত্বে অবাক হচ্ছেন সাধারণ মানুষসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা। এমনই এক অভিনব কায়দায় ইয়াবার এক চালান পাচার করতে গিয়ে মেরিন ড্রাইভ সড়কে আটক হয়েছে এক মাদক পাচারকারী। গোপন সংবাদে গতকাল সকালে মেরিন ড্রাইভ সড়কে কক্সবাজারগামী একজন মোটরসাইকেল আরোহী চেকপোস্ট দিয়ে যাওয়ার প্রাক্কালে বিশেষ কায়দায় লুকানো ১০ হাজার পিস ইয়াবাসহ মাসুম বিল্লাহ (৩০) নামে এক পাচারকারীকে আটক করে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা। আটক হওয়া মাদক পাচারকারী যশোরের আলমনগর কোতোয়ালি থানার মহর আলী খানের ছেলে। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা বলেন, টেকনাফ থেকে বিশেষ কায়দায় মোটরসাইকেলে লুকিয়ে ঢাকা আশুলিয়ায় পাচারের উদ্দেশ্য ইয়াবাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে সকালে ইনানী অংশে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহজনক আচরণে মোটরসাইকেল তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status