বাংলারজমিন

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান ফিরিয়ে না আনলে ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

১৪ মার্চ ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫২ পূর্বাহ্ন

সাভারে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বেসরকারি  বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান ফিরিয়ে না আনলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। গতকাল দুপুরে সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির ৮ম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। ২৮ বছর পরে ডাকসু নির্বাচন হওয়ায় সবাই খুশি হয়েছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী ও পরাজিত প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন। নির্বাচনে একটি হল ছাড়া বাকি সবগুলোতেই শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে একটি হলে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আগামীতে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানেই ডাকসু নির্বাচনের এই গণতান্ত্রিক চর্চা দেখা যাবে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, রাজনৈতিক ভাবে প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। তাই আগামী দিনে রাজনীতির মাধ্যমে যারা দেশের নেতৃত্ব দেবে তাদেরকে ভুল রাজনীতিতে পা না দিয়ে সঠিক রাজনীতি করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। এ ছাড়া সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন থাইল্যান্ডের সিয়াম ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. পর্নচাই মঙ্গোখোনভানিত। অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান ও বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের ৫ হাজারের অধিক গ্র্যাজুয়েটকে ডিগ্রি ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১৭ শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status