বাংলারজমিন

ময়মনসিংহে শাওন হত্যা মামলা পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

১৪ মার্চ ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫২ পূর্বাহ্ন

ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কুদ্দুসের ছেলে আশফাক আল রাফি শাওন হত্যাকাণ্ডের পুনঃতদন্ত, হত্যার সঙ্গে প্রকৃত জড়িতেদর সনাক্তকরণসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে সচেতন ময়মনসিংহবাসীর আয়োজনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে নিহতের পিতা এম এ কুদ্দুস তার বক্তব্যে বলেন, ২০১৮ সালের ২৫শে ফেব্রুয়ারি রাত পৌনে এগারোটার দিকে একটি মোবাইলে তার ছেলে শাওনকে ডেকে আনা হয়। একজন সাংবাদিকের গাড়িযোগে বিভিন্ন স্থানে রাতভর ঘোরানোর পর রাত পৌনে দুটার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়। তিনি আরো বলেন, আমি পরে মামলা করব জেনেও পুলিশ তড়িঘড়ি করে বাদী হয়ে মামলা করেছে। হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের আড়াল করতে জড়িত না থাকলেও কতক আসামিদের রিমান্ডে এনে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের নাটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র আমার (পিতা) কাছে জমা রেখেছে বলে তাদের কাছ থেকে এ ধরনের স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে পুলিশ। কাদের স্বার্থে, কোন ষড়যন্ত্রের মাধ্যমে কীসের বিনিময়ে তদন্তের নামে নাটক সৃষ্টি করে প্রকৃত অপরাধীদের আড়াল করে তড়িগড়ি করে চার্জসিট দিয়েছে পুলিশ। এ হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত, অপরাধীদের মুখোশ উন্মোচন, প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের দাবি করেছেন। আবেগ আপ্লুত পিতা আরো বলেন, চোর, ডাকাত নিহত হলেও সাংবাদিকরা অনেক লেখেন। আবার এ নিয়ে বড় বড় কলাম লেখা হয়, কিন্তু একজন রাজনীতিক শাওনকে গুলি করে হত্যা করা হলেও তা লেখা হয়নি। এ নিয়ে সংবাদ সম্মেলনসহ স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করবেন বলেও তিনি দাবি করেন।
এর আগে নিহতের একমাত্র বড় বোন ইশরাত জাহান ফ্লোরা তার বক্তব্যে বলেন, তার একমাত্র ভাই শাওন হত্যাকাণ্ডের তদন্তের নামে পুলিশ নাটক করেছে। মাত্র আধা ঘণ্টা সময় ধরে তদন্ত করেছে। তিনি রাত সাড়ে দশটা থেকে পৌনে দুটা পর্যন্ত সময়ের মোবাইল কলসহ অন্যান্য সূত্র ধরে আরো অনেকের বিরুদ্ধে তদন্ত দাবি করে বলেন, রিমান্ডের নামে আসামিদের জামাই আদর করা হয়েছে। হত্যার এক বছরেও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার না করেই লুকোচুরি নাটক সাজিয়ে তড়িগড়ি করে চার্জসিট দেয়া হয়েছে। মানববন্ধনে রুবেল খান, মাহবুব আলম মামুন, আলী আহমেদ, রাসেল সীমান্ত, মির্জনা আক্তার প্রমুখ বক্তব্য দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status