অনলাইন

ধ্বংস করা হলো ৮ কোটি টাকার মাদকদ্রব্য

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

৫ মার্চ ২০১৯, মঙ্গলবার, ৩:১৪ পূর্বাহ্ন

মাদক চোরাচালান ও মাদক সেবন প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জে জনসম্মুখে প্রায় ৮ কোটি টাকা মূল্যের আটককৃত বিপুল পরিমান মাদকদ্রব্য পুড়িয়ে ও রোলারের মাধ্যমে ধ্বংস করেছে। মাদক দ্রব্য গুলো বিজিবির ৫৩ ও ৫৯ ব্যাটেলিয়ান কর্তৃক বিভিন্ন্ সময়ে আটক করা হয়েছিল।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহানন্দা নদীর ওপারে বারঘোরিয়ায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পাশ্ববর্তী মাঠে মাদক দ্রব্য ধ্বংসের প্রক্রিয়া শুরু করা হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ২হাজার ৫’শ ৩৯ বোতল বিদেশী ও ১৩০ লিটার দেশি মদ,৫৪ হাজার ২৩২ বোতল ও ৭ লিটার ফেন্সিডিল,২২ কেজি ৩৯০ গ্রাম  হেরোইন,১৪ কেজি ২’শ গ্রাম গাঁজা,২৭ হাজার ৫’শ ২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৬৯ পিস নেশা জাতীয় ট্যাবলেট ও ১হাজার ৬৪৫পিস নেশা জাতীয় ইঞ্জেকশন।
এই উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম, জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ সারোয়ার. ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এস.এম সালাহ্ উদ্দিন ও পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status