খেলা

রিয়ালকে উড়িয়ে ফাইনালে বার্সা

স্পোর্টস ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ১:১৫ পূর্বাহ্ন

এল ক্লাসিকোর ম্যাচটি ছিল সান্তিয়াগো বার্নাব্যুতে। চিরপ্রতিদ্বন্ধী রিয়াল মাদ্রিদের ডেরায় এবার বার্সালোনা। কদিন আগের কোপা দেল রের প্রথম লেগে বার্সার ঘরের মাঠে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়ে ছিল রিয়াল। তাতে একটু নির্ভার ছিল লস ব্লাঙ্কোসরা। তবে ঘরের মাঠে এমন পরাজয় হয়তো ভাবতে পারেনি কোচ সোলারির শির্ষ্যরা। কোপা দেল রের দ্বিতীয় লেগে ৩-০ গোলে হেরে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরুতে দুর্দান্ত খেলেছে রিয়ালের ফুটবলারা। আক্রমণ-পাল্টা আক্রমনে বার্সার চেয়ে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু তাতে গোলের দেখা পায়নি কোন দল। তবে গোলশূন্য প্রথমার্ধে ব্রাজিলিয়ান উঠতি তারকা ভিনিসিয়াস জুনিয়র ছিলেন দুর্দান্ত। বিরতির পর জ্বলে উঠে উরুগুয়ান স্ট্রাইকার লুইজ সুয়ারেজ। মাত্র ২৪ মিনিটের ভেলকিতে তছনছ রিয়াল দুর্গ।

৫০তম মিনিটে উসমানে দেম্বেলের পাস থেকে গোল করেন সুয়ারেজ। দ্বিতীয়ার্ধে গোলে চাপটা সামলাতে খাবি খেয়েছে কোচ সোলারির শির্ষ্যরা। ৬৯ মিনিটে রাফায়েল ভারানের আত্মঘাতী গোলে ব্যাবধান দ্বিগুন হয়। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ৩-০ গোলে এগিয়ে নেন সুয়ারেজ। তৃতীয় ফুটবলার হিসেবে এল ক্লাসিকোতে মোট ১১টি গোল করেন সুয়ারেজ। ২৬ গোল করে সবার উপরে লিওনেল মেসি। দুয়ে আছেন সিজার রোদ্রিগেজ, ১৪ গোল। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে কোপা দেল রের ফাইনালের টিকিট পেল বার্সেলোনা। এই নিয়ে টানা ষষ্ঠবার কোপা দেল রের ফাইনালে উঠল বার্সা। গত পাঁচ আসরের চাররারই শিরোপ জিতেছে কাতালানরা। আগামী ২৫ই মে কোপা দেল রের ফাইনালে বার্সার প্রতিপক্ষে হিসেবে পেতে পারে রিয়াল বেটিস কিংবা ভ্যালেন্সিয়াকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status