বিনোদন

নেপালে স্পেশাল জুরি পদক পেলো ‘কমলা রকেট’

স্টাফ রিপোর্টার

২৮ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫০ পূর্বাহ্ন

‘কমলা রকেট’-এর ঝুড়িতে যোগ হলো আরো একটি পুরস্কার। সমপ্রতি কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসরে স্পেশাল জুরি পদক পেলো ছবিটি। গত ২১ থেকে ২৫শে ফেব্রুয়ারি পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ উৎসবের শেষ দিনে কর্তৃপক্ষ এ পুরস্কার ঘোষণা করেন। যেখানে অংশ নিয়েছিল দেশে-বিদেশের বেশকিছু পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সেখানে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে দেখানো হয় ‘কমলা রকেট’। এদিকে চলতি মাসেই নূর ইমরান মিঠুর এ ছবিটি ফ্রান্সে অনুষ্ঠিত ‘ফেস্টিভ্যাল দ্যু ফিল্ম দ্য এশিয়া’-এর ষষ্ঠ আসরে প্রধান পুরস্কার জুরি পদক অর্জন করে। বাংলাদেশে গত বছর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম আলোচিত ‘কমলা রকেট’। যার সুনাম দেশের পাশাপাশি বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও ছড়িয়ে পড়েছে। চলচ্চিত্রটি সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় অনলাইন প্লাটফরম নেটফ্লিক্সে স্থান পেয়েছে। নির্মাতা অর্জন করেছেন শ্রীলঙ্কায় ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’-এর পুরস্কার। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও মোশাররফ করিম। এ ছবিতে আরো অভিনয় করেছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status