বিনোদন

ঈদের পাঁচ নাটকে সজল

স্টাফ রিপোর্টার

২৫ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার, ৮:৩০ পূর্বাহ্ন

ঈদের বাকি এখনো কয়েক মাস। এরইমধ্যে শুরু হয়েছে ঈদের নাটকের শুটিং। আসছে ঈদের জন্য পাঁচটি নাটকের শুটিং শেষ করেছেন জনপ্রিয় অভিনেতা সজল। নাটকগুলো হলো ‘হারিয়ে যাওয়া বর্ণমালা’, ‘বিকেল কিনে রাখি’, ‘পৃথিবী একবার পায় তারে’, ‘রহস্যজনক’ ও ‘বিপন্ন বালিকা’। নাটকগুলো নির্মাণ করেছেন সরদার রোকন। সজল বলেন, নাটকগুলোর গল্প গতানুগতিক নয়। পাঁচটি নাটকে দর্শক আমাকে পাঁচ চরিত্রে দেখবে। এই সময়ে আমি বরাবরই চরিত্রের দিকে গুরুত্ব দিচ্ছি। আমার চরিত্রটি কেমন সেটি বিবেচনা করেই নাটকে অভিনয় করছি। ঈদের নাটকের বাইরে নিয়মিত খণ্ড নাটক ও টেলিছবিতে অভিনয় করছি। অভিনয়ের বাইরে এই অভিনেতা সম্প্রতি একটি সামাজিক প্রকল্পের সঙ্গে জড়িয়েছেন। ২০১৬ সাল থেকে বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে ‘ঋতু’ প্রকল্প মেয়েদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা পরিস্থিতি উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের ব্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করছেন তিনি। তার সঙ্গে এই প্রকল্পে আরো আছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এই প্রকল্প নিয়ে সজল বলেন, বাংলাদেশের স্কুলপড়ুয়া ও কিশোরীদের নিয়ে কাজ করছে ‘ঋতু’ প্রকল্প। এদেশে অনেক কিশোরীই প্রথম মাসিক হওয়ার আগে এ সম্পর্কে কিছুই জানে না। স্বাস্থ্যসম্মত মাসিক ব্যবস্থাপনা সম্পর্কে তাদের জানাশোনা আরো কম। গ্রাম অঞ্চলে এটি নিয়ে নানা কুসংস্কার রয়েছে। ‘ঋতু’ প্রকল্প এমনভাবে জনসচেতনতা তৈরি করতে চায়, যেন মাসিক সম্পর্কে ভয়ভীতি ও কুসংস্কার ধীরে ধীরে কমে যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status