খেলা

হেটমায়ারের ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের জয়

স্পোর্টস ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ১১:৪৩ পূর্বাহ্ন

ব্রিজটাউনে পাঁচম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এই একই ভেন্যুতে এর আগের ম্যাচে ৩৬০ রান করেও জয় পায়নি ক্যারিবীয়রা। জেসন রয় ও জো রুটের সেঞ্চুরিতে ৬ উইকেটে ম্যাচটি জিতে নেয় ইংলিশরা। দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে ২৮৯ রান তোলে স্বাগতিকরা। জাবাবে ব্যাট করতে নেমে ২৬৩ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ২৬ রানে জয় তুলে নেয় জেসন হোল্ডারের দল। এজয়ে ১-১ সমতায় ফিরেছে ক্যারিবীয়রা। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন শিমরন হেটমায়ার। তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ইংলিশ বোলারদের উপর রীতিমত তা-ব চালিয়েছেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। ৮৩ বলে ১০৪ রানে অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন হেটমায়ার। ইনিংসটি সাজিয়েছেন চার ছক্কা ও সাত চারে মারে। এছাড়াও ব্যাটিং দানব ক্রিস গেইলের ৫০ রানের ইনিংসের উপর ভর করে ছয় উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেয়া ২৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। স্কোরবোর্ডে ১০ রান তুলতেই ইংলিশ দুই ওপেনার জনি বেয়ারস্টো ও জেসন রয়কে সাঁজঘরে ফেরান শেলডন কটরেল। প্রাথমিক চাপটা সামাল দেন জো রুট (৩৬) ও ইয়েন মরগান। ক্যারিবীয় বোলিং তোপে বেন স্টোকস ও মরগান ছাড়া আর কেউ দাঁড়াতে পারেনি। মরগান (৭০) ও বেন স্টোকসের (৭৯) হাফ সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ২৬৩ রান তুলতে পরেছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেন বা হাতি পেসার  কটরেল। হোল্ডারের শিকার তিন উইকেট। আগামী ২৫ই ফেব্রুয়ারি গ্রানাডার ন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status