খেলা

চেলসিকে কোচ জিনেদিন জিদানের ৩ শর্ত

স্পোর্টস ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:৫৯ পূর্বাহ্ন

পেশাদার কোচিং ক্যারিয়ারের প্রথম অধ্যায়েই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান জিনেদিন জিদান। তবে রিয়াল মাদ্রিদকে রেকর্ড টানা তিনবার ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ জিতিয়ে কোচিং পেশায় বিরতি টানেন ফ্রেঞ্চ কিংবদন্তি। গত মৌসুম শেষ হওয়ার পর থেকে ডাগআউটের বাইরে জিদান। আর তখন থেকেই ইংলিশ প্রিমিয়ার লীগে জিদানের আগমনের গুঞ্জন। ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে জিদান আগ্রহ প্রকাশ করেছেন আগেই। এবার জিদানের চেলসির কোচ হওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছে। সাম্প্রতিক পারফরম্যান্সে চাপে আছেন চেলসির ইতালিয়ান কোচ মাউরিসিও সারি। ইংলিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর দাবি, তিন শর্তে চেলসির কোচ হওয়ার প্রস্তাব গ্রহণ করবেন জিদান। প্রথমত, ইডেন হ্যাজার্ডকে ধরে রাখার নিশ্চয়তা চান তিনি।

বেলজিয়ান তারকাকে ঘিরে দল সাজানোর পরিকল্পনা নেবেন জিদান। চেলসির সঙ্গে হ্যাজার্ডের চুক্তির মেয়াদ আর মাত্র ১ বছর বাকি। আর হ্যাজার্ডকে দলে পেতে রিয়াল মাদ্রিদের আগ্রহ তো নতুন কিছু নয়। জিদানের দ্বিতীয় দাবি, দলবদলের বাজারে ২০০ মিলিয়ন পাউন্ডের বাজেট। এর সঙ্গে যোগ হবে খেলোয়াড় বিক্রি থেকে পাওয়া অর্থ। তৃতীয়ত, ট্রান্সফার প্রক্রিয়ায় চেলসির পরিচালক মারিনা গ্রানোভসকায়ার পাশাপাশি নিজের বড় অবস্থানের প্রতিশ্রুতি চান জিদান। পছন্দের খেলোয়াড় কিনতে তার কথাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তবে ‘দ্য সান’ এটাও বলেছে, এখনই চেলসির কাছ থেকে প্রস্তাব পাওয়ার প্রত্যাশা করছেন না জিদান। স্ট্যামফোর্ড ব্রিজে সারির এখনো ভবিষ্যৎ দেখছেন তিনি। এই মৌসুমেই চেলসির কোচ হিসেবে স্বদেশি অ্যান্তোনিও কন্তের স্থলাভিষিক্ত হন সারি। মৌসুমের শুরুতে এফএ কাপ চ্যাম্পিয়ন চেলসিকে ২-০ গোলে হারিয়ে কমিউনিটি শিল্ড শিরোপা জেতে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তবে লীগ মৌসুমে টানা ১২ ম্যাচ অপরাজিত থেকে উড়ন্ত শুরু পায় সারির চেলসি। কিন্তু সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেনি ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়নরা। পয়েন্ট তালিকায় শীর্ষ চার থেকে ষষ্ঠ স্থানে নেমে গেছে চেলসি। চ্যাম্পিয়ন্স লীগের পরবর্তী আসরে জায়গা হারালে বরখাস্ত হওয়ার ঝুঁকিতে পড়বেন সারি। সাবেক নাপোলি কোচের সামনে শিরোপা জয়ের হাতছানিও রয়েছে। আগামী ২৪শে ফেব্রুয়ারি লীগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status