বিশ্বজমিন

বিদ্রোহ ঠেকাতে তেরেসা মে’র নাভিশ্বাস লেবার পার্টিতে আরেক এমপির পদত্যাগ

মানবজমিন ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:৫৩ পূর্বাহ্ন

ব্রেক্সিট ইস্যুতে রীতিমতো বিরক্ত হয়ে উঠেছেন বৃটিশ রাজনীতিবিদরা। ক্ষমতাসীন ও কনজারভেটিভ উভয় দলেই এমপিদের পদত্যাগের ঘটনা ঘটেছে। গতকালও আরেক লেবার এমপি ইয়ান অস্টিন দলীয় প্রধান জেরেমি করবিনের বিরোধিতা করে দল ছেড়েছেন। সবমিলিয়ে লেবার শিবিরে এটি নবম দলত্যাগের ঘটনা। অন্যদিকে, প্রায় ডজনখানেক কনজারভেটিভ এমপি দল ত্যাগ করতে যাচ্ছেন বলে সতর্কবার্তা পেয়েছেন দলটির প্রধান ও প্রধানমন্ত্রী তেরেসা মে। এমন পরিস্থিতিে কনজারভেটিভ পার্টিতে নতুন করে পদত্যাগ ঠেকানোর উদ্যোগ নিয়েছেন তেরেসা মে। ব্রেক্সিট ইস্যুতে সরকারের নীতিতে অসন্তুষ্ট কনজারভেটিভ এমপিদের সঙ্গে বৃহস্পতিবার দফায় দফায় বৈঠক করেন তিনি। কনজারভেটিভ পার্টি ত্যাগ করার সম্ভাবনা রয়েছে এমন এমপিদের তালিকায় সাবেক শিক্ষামন্ত্রী জাস্টিন গ্রিনিং ও সাবেক আইনমন্ত্রী ফিলিপ লিও রয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিটে তাদের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন তেরেসা মে। এ বিষয়ে জাস্টিন গ্রিনিং বলেন, কনজারভেটিভ পার্টি এখন ব্রেক্সিট পার্টিতে পরিণত হয়েছে। ভবিষ্যতে এমন একটি দলের অংশ হয়ে থাকবেন বলে মনে করেন না তিনি। কয়েকদিন আগে পদত্যাগ করা তিন এমপির মতো গ্রিনিংও তাদের পথ অনুসরণ করার কথা ভাবছেন। তবে, আর কিছুদিন কনজারভেটিভ পার্টিতে থাকবেন বলে জানান তিনি। সাবেক আইনমন্ত্রী ফিলিপ লি’রও কনজারভেটিভ পার্টি ছাড়ার সম্ভাবনা রয়েছে। ব্রেক্সিট নিয়ে দ্বন্দ্বের কারণে এর আগে তিনি মন্ত্রিত্ব ছেড়েছিলেন। এ ছাড়া, সাবেক মন্ত্রী ডমিনিক গ্রাইভও দলত্যাগের কথা ভাবছেন। ডমিনিক বলেন, যদি বুঝতে পারি যে, সরকার আমাদেরকে চুক্তিবিহীন বিচ্ছেদের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে নিশ্চিতভাবেই আমি দল ছেড়ে দেব। এই চুক্তিবিহীন বিচ্ছেদের আশঙ্কাই বৃটিশ এমপিদেরকে দল ত্যাগে উৎসাহিত করছে। কনজারভেটিভ পার্টির পদত্যাগকারী এমপি হাইডি অ্যালেন বলেন, দল যে পথে চলছে, তাতে কনজারভেটিভ পার্টির এক-তৃতীয়াংশ এমপি বিরক্ত হয়ে পড়েছেন। চুক্তিবিহীন বিচ্ছেদ হলে তারা কনজারভেটিভ পার্টি ত্যাগ করবেন এমন সম্ভাবনা প্রবল। প্রসঙ্গত, সরকারি ও বিরোধী দল মিলিয়ে এখন পদত্যাগকারী এমপির সংখ্যা ১২ জন। এদের মধ্যে ১১ জন নতুন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট গ্রুপে যোগ দিয়েছেন।

এদিকে, প্রধানমন্ত্রী তেরেসা মে’কে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও সমানতালে আলোচনা চালিয়ে যেতে হচ্ছে।  সর্বশেষ বুধবার ব্রাসেলসে ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্য ক্লদ জাঙ্কারের সঙ্গে বসেছেন তিনি। পরে যৌথ বিবৃতিতে তারা জানান, উভয়পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। তেরেসা মে তার সংশোধিত খসড়া চুক্তি আগামী ২৭শে ফেব্রুয়ারি পার্লামেন্টে উপস্থাপন করতে অঙ্গীকারবদ্ধ। কিন্তু ইইউর সঙ্গে সমঝোতার ক্ষেত্রে এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় তার ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। ইইউপন্থি মন্ত্রীরা সংশোধিত খসড়া পার্লামেন্টে উপস্থাপন করে চুক্তিবিহীন বিচ্ছেদের আশঙ্কা দূর করার জন্য অব্যাহতভাবে প্রধানমন্ত্রীর ওপর চাপ প্রয়োগ করছেন। তবে, বৃটিশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ইইউর সঙ্গে ভালো আলোচনা হয়েছে। ব্রেক্সিট চুক্তি নিয়ে এ মাসের শেষে পার্লামেন্টে অর্থপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে বলে আশাবাদী তেরেসা মে’র সরকার।

আরেক লেবার এমপির পদত্যাগ
বিরোধীদল লেবার পার্টি ছেড়েছেন আরো একজন এমপি। এক সপ্তাহের মধ্যে নবম এমপি হিসেবে গতকাল ইয়ান অস্টিন লেবার পার্টি ছাড়ার ঘোষণা দেন। কারণ হিসেবে তিনি দলীয় প্রধান জেরেমি করবিনের বিরুদ্ধে উগ্রপন্থার পরিবেশ তৈরি ও অসহিষ্ণুতার অভিযোগ তুলেছেন। বিবিসিকে  ইয়ান অস্টিন বলেন, দলীয় প্রধান ইহুদি বিদ্বেষ মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন। তিনি দলকে একটি ‘সংকীর্ণ গোষ্ঠীতে’ পরিণত করেছেন। পদত্যাগের বিষয়ে তিনি বলেন, এটা ছিল এখন পর্যন্ত তার নেয়া সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। তবে দল ছাড়লেও পূর্বে পদত্যাগকারী এমপিদের গঠন করা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপে যোগ দেয়ার পরিকল্পনা নেই তার। লেবার পার্টির সহকারী প্রধান টম ওয়াটসন তার পদত্যাগকে দলের জন্য ‘গুরুতর আঘাত’ বলে মন্তব্য করেছেন। এ ছাড়া, দলের একজন মুখপাত্র তার সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে বলেন, তিনি লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছেন। তাই গণতান্ত্রিকভাবে তার উচিত, ওই আসন থেকেও পদত্যাগ করা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status