বাংলারজমিন

পটুয়াখালী পৌরসভা নির্বাচন জমে উঠেছে

পটুয়াখালী প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

পটুয়াখালী পৌরসভা নির্বাচন মহামান্য হাইকোর্টের রিট আবেদনে নির্বাচন স্থগিত আদেশ আপিল বিভাগে স্থগিত হলে পুনরায় নির্বাচনী প্রচারণা শুরু হয়ে প্রচারণা জমে উঠলেও শঙ্কায় ভোটাররা। এ প্রচারণার একপর্যায়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের নির্দেশে বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ডা. মো. শফিকুল ইসলাম (মোবাইল ফোন) ১৯শে ফেব্রুয়ারি সন্ধ্যা রাত ৭টায় দলীয় কার্যালয়ে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে নৌকা মার্কার প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলমগীরকে সমর্থন দিয়ে নৌকা মার্কার পক্ষে কাজ করার ঘোষণা দেন। এ ঘোষণায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের নৌকার  পালে কিছুটা হাওয়া লাগে। এ সময় নৌকার প্রার্থী কাজী আলমগীর অন্যান্য মেয়র প্রার্থীকে নির্বাচনের মাঠ থেকে উঠে আসার আহ্বান জানালেও কেউ নির্বাচন থেকে ওঠেনি। গত দুদিনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিনের জগ মার্কার চারটি অফিস কতিপয় দুর্বৃত্তরা ভেঙে শহরে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় তৎপর হতে দেখা গেছে। এ নির্বাচনে মেয়র পদে এখন চারজন প্রার্থী লড়াই করছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত কাজী আলমগীর (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ (জগ), স্বতন্ত্র প্রার্থী মোশতাক আহমেদ পিনু (নারিকেল গাছ) ও ইসলামী ঐক্য জোটের প্রার্থী আব্দুর রহমান ওরূপে শাহ আলম (মিনার)। এসব প্রার্থীদের নির্বাচনী প্রচারণা জোরে সোরেই চলছে। এ ছাড়া প্রচারণা চালাচ্ছেন- ১, ২ ও ৩ সংরক্ষিত মহিলা আসনে লড়ছেন ৭ জন। এরা হলেন জেসমিন (দ্বিতল বাস), নাহিদা আকতার পারুল (বলপেন), পারভীন বেগম (আংটি), মাহফুজা আক্তার পারুল (টেলিফোন), মিতু সিকদার (জবা ফুল), লাইলি বেগম কালা (অটোরিকশা) ও সীমা সরকার শোভা (আনারস)। ৪, ৫ ও ৬নং সংরক্ষিত আসনে ৩ জন লড়ছেন জাহানারা বিনতে সিকদার (আনারস), ঝর্ণা সিকদার (টেলিফোন) ও সংগীতা বিশ্বাস শারমিন (চশমা)। ৭, ৮ ও ৯নং সংরক্ষিত আসনে লড়ছেন কোহিনুর আক্তার (টেলিফোন), নাজিয়া ইসলাম রিয়ামনি (চশমা) ও সৈয়দা আকলিমুন নেছা রুবী (আনারস)।

কাউন্সিলর পদে লড়ছেন ১নং ওয়ার্ডে ৬জন প্রার্থী-আবুল কালাম তালুকদার (ব্রিজ), নিজামুল হক (উটপাখি), শহীদুল ইসলাম (পানির বোতল),  আলমগীর হাওলাদার (টেবিল ল্যাম্প), সৈয়দ মহিউদ্দিন (পাঞ্জাবি) ও  সোহাগ আহমেদ (গাজর)। ২নং ওয়ার্ডে ৪ জন আনোয়ার হোসেন সিকদার (পাঞ্জাবি), চানু খাঁ (পানির বোতল), ফারুক মৃধা (উটপাখি) ও শাহিন মৃধা (ডালিম)। ৩নং ওয়ার্ডে চারজন প্রার্থী- আব্দুল হক খলিফা (পানির বোতল) আতিকুর রহমান রণিক (ব্রিজ), জাহিদ হোসেন (পাঞ্জাবি) ও শাকিল খান ( উটপাখি), ৪ নং ওয়ার্ডে ৯জন প্রার্থী হলেন, আনিচুর রহমান (টেবিল ল্যাম্প), আব্দুর  রাজ্জাক (উটপাখি), কাজল বরন দাস (ব্রিজ), মহিউদ্দিন আহমেদ বাচ্চু (ব্লাকবোর্ড), মো. কাওসার (পানির বোতল), খলিলুর রহমান (ঢেঁড়স, মানিবুর রহমান সোহেল (গাজর), সাইদুর রহমান (ডালিম),  ইউছুফ আলী প্যাদা (পাঞ্জাবি), ৫নং ওয়ার্ডে ৪জন প্রার্থী আলাউদ্দিন আলাল (পাঞ্জাবি), জহিরুল ইসলাম (ব্রিজ), তরিকুল ইসলাম (উটপাখি) ও রিয়াদ হোসেন (ডালিম), ৬নং ওয়ার্ডে দুজন প্রার্থী মো. মিজানুর রহমান হান্নান (পাঞ্জাবি) ও  মো. রেজাউল হাসান লাবু (উটপাখি), ৭নং ওয়ার্ডে ৫ জন প্রার্থী হলেন আ. বারেক হাওলাদার (পাঞ্জাবি), কাজী জাফর আহমেদ (টেবিল ল্যাম্প), আলমাছ মোল্লা (ডালিম), মো. তৌহিদুল ইসলাম (উটপাখি), লুৎফর রহমান শারিয়ার (পানির বোতল)। ৮নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী দেলোয়ার হোসেন আকন (উটপাখি), মতিউর রহমান তালুকদার (ব্রিজ), হাবিবুর রহমান হাওলাদার কালা হাবিব (পানির বোতল), ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ৬জন। তারা হলেন  আ. মোতালেব মৃধা (ডালিম), এসএম মতিন মাহমুদ জাহিদ সিকদার (পানির বোতল), জাকির হোসেন মৃধা (পাঞ্জাবি), মো. নান্নু মৃধা (টেবিল ল্যাম্প), মো. শাহ আলম মৃধা (উটপাখি) ও সোহাগ উদ্দিন মৃধা (ব্রিজ)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status