বাংলারজমিন

চট্টগ্রামে ১৪ গুণিজন পেলেন একুশে সম্মাননা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে

২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:২৯ পূর্বাহ্ন

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ বছর ১৪ গুণিজনকে মহান একুশে সম্মাননা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।
বৃহস্পতিবার বিকালে এমএ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম চত্বরে চসিক আয়োজিত একুশের বইমেলা মঞ্চে গুণীদের হাতে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা পদক তুলে দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। একুশে সম্মাননা পদকপ্রাপ্তরা হলেন- ভাষা আন্দোলনে দবির আহমদ চৌধুরী (মরণোত্তর), মুক্তিযুদ্ধে (মরণোত্তর) মোহাম্মদ ইব্রাহীম, স্বাধীনতা আন্দোলনে শহীদ আবদুর রব (মরণোত্তর), সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), চিকিৎসা বিজ্ঞানে ডা. এসএম কামাল উদ্দীন, গবেষণায় ড. শিরীন আখতার, ক্রীড়ায় কামাল উদ্দীন আহমেদ, শিক্ষায় প্রকৌশলী এম আলী আশরাফ, সমাজসেবায় সাফিয়া গাজী রহমান, সংগঠক মহিউদ্দিন শাহ আলম নিপু, সাংবাদিকতায় মোস্তফা কামাল পাশা, কথাসাহিত্যে দেবাশীষ ভট্টাচার্য্য, শিশু সাহিত্যে মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম (মানজুর মাহমুদ) ও কবিতায় খালেদ হামিদী। প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দীন বলেন, একুশে পদকপ্রাপ্তদের সম্মাননা জানাতে পেরে আমি আনন্দিত। জাতির মেধাবী সন্তানরা দেশমাতৃকার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে আগামীর জন্য সুন্দর ভবিষ্যৎ রচনা করে যাচ্ছেন। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তরা নিজেদের অনুভূতি প্রকাশ করে এ আয়োজনের জন্য চসিককে ধন্যবাদ জানান। কাউন্সিলর নাজমুল হক ডিউকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status