বাংলারজমিন

নাগরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে সস্ত্রীক এমপি টিটু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:২৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে অংশ নিলেন সস্ত্রীক এমপি আহসানুল ইসলাম টিটু।  এমপি টিটুর নিজ জন্মস্থান গয়হাটা বাজারের অবকাঠামো উন্নয়ন, ক্লিন গয়হাটা,  গ্রিন গয়হাটা ও ডিজিটাল বাজার গড়ার লক্ষ্যে গতকাল সকালে গয়হাটা বাজারে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এই স্লোগানে গয়হাটা বাজার বণিক সমিতির উদ্যোগে বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কালে এমপি আহসানুল ইসলাম টিটু বলেন, আসুন সুন্দর সমাজ গড়তে আশেপাশের ফাঁকা ও নোংরা জায়গাগুলো পরিষ্কার করি। এর ফলে আগামী প্রজন্ম পাবে বসবাসের জন্য এক নিরাপদ পরিবেশ। তিনি আরো বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সোনার বাংলা রেখে যেতে চাইলে আমাদের মনকে যেমন পরিষ্কার করতে হবে পাশাপাশি আশপাশের জায়গাগুলোর ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে। গয়হাটায় হাট-বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন কালে এসব কথা বলেন। হাট-বাজার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সময় ব্যবসায়ীদের উদ্দেশ্য করে আহসানুল ইসলাম টিটু বলেন আমরা যদি আমাদের কাজ সঠিকভাবে করি অর্থাৎ যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি তাহলে অবশ্যই আমাদের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত হবে। আগামীতে সুন্দর ও পরিচ্ছন্ন নাগরপুর-দেলদুয়ার উপহার দিতে তিনি তার পুরো পরিবার নিয়ে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন। তার স্ত্রী আরিয়া ইসলাম ও তার কন্যা আনিকা ইসলাম ঝাড়ু হাতে নিয়ে বাজার পরিষ্কার করতে নেমে পড়েন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status