বাংলারজমিন

মেহেরপুরে বিজ্ঞান উৎসব ও কুইজ প্রতিযোগিতা

মেহেরপুর প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:২৮ পূর্বাহ্ন

জ্ঞান-বিজ্ঞানের প্রসার ও স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান উৎসব ও কুইজ প্রতিযোগিতা। গতকাল শুক্রবার সকালে গাংনী মেডিকেল অ্যালায়েন্সের আয়োজনে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের ওকি নিনোসাকা হলে এর উদ্বোধন করেন তৌফিকা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একরামুল হক তাজু।  বিজ্ঞান উৎসব ও কুইজ প্রতিযোগিতার আহ্বায়ক ডা. শাদমান সাকিব নাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রভাষক দেলদার হোসেন ও সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সেই সঙ্গে উড়ানো হয় রং-বেরঙের ফানুস। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুইজে ১২টি প্রতিষ্ঠানের ৫০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status