বাংলারজমিন

নোয়াখালীতে বৃদ্ধ পিতাকে নির্যাতন

স্টাফ রিপোর্টার নোয়াখালী থেকে

২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:২৫ পূর্বাহ্ন

 নোয়াখালীতে মধ্যযুগীয় কায়দায় ৯৭ বছর বয়সী পিতার ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। বসতঘরের ভিটে নিয়ে বিরোধের জের ধরে, গতকাল সকাল ৮টায় উপজেলার চরফকিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাপরাশি বাড়িতে এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিয়ে ওই এলাকায় হৈচৈ পড়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী পিতা জয়নাল আবেদীন (৯৭) বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পরবর্তী ঘটনাস্থল পরিদর্শন করে কোম্পানীগঞ্জ থানার (ওসি) ও এক (এএসআই)। ঘটনায় বৃদ্ধ পিতা ন্যায়বিচার পাওয়ার আর্তনাদ করছে। তিনি আরো অভিযোগ করেন, সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা নেই স্থানীয় প্রশাসনের। বরং উল্টো অভিযুক্ত বড় ছেলে ভাড়াটে সন্ত্রাসী ও পুলিশের নাম ভাঙ্গিয়ে ভয় দেখাচ্ছে তার পিতা এবং ছোট ভাইকে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান বলছে, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সত্য, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত ছেলে তার পিতার সম্মতি ছাড়া পিতার বসতঘর ভাঙচুর করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। পিতার অভিযোগের ভিত্তিতে ছেলের অর্থদণ্ড করা হবে বলে (ওসি) মন্তব্য করেন। বৃদ্ধের ছোট ছেলে আউয়াল মুঠোফোনে অভিযোগ করেন, ওসি সাহেব ঘটনাস্থলে পরিদর্শন করে যাওয়ার পর আমাদের ওপর হুমকি-ধামকি আরো বেড়ে গেছে। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। নির্যাতিত পিতা ও থানায় তার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তার বড় ছেলে আবদুল মালেক মানিক (৫০), নাতি আবদুল্লাহ আল নোমান সাব্বির (১৯), পুত্রবধূ কামরুল নাহার হুক্কি (৪৫), পুত্র বধূ হোসনেয়ারা বেগম (৪২) ও তাদের ভাড়াটে সন্ত্রাসীরাসহ অনাধিকার প্রবেশ করে। তার বর্তমান বসত ভিটার সম্পত্তি জবর দখল করে, ছারিচালা টিনের বসতঘর ও ঘরে থাকা যাবতীয় আসবাব পত্র সম্পূর্ণ ভাঙচুর করে মাটিতে মিশিয়ে দেয় এবং বসতঘরের আসবাবপত্র ও টিন, কাঠ, বাঁশ লুটপাট করে নিয়ে যায়। এ সময় তিনি বাধা দিলে, তার বড় ছেলে, পুত্র বধূ, নাতি তাকে বড় ছেলের বিল্ডিংয়ের একটি কক্ষে আটক করে লাঠিসোঁটা দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় বৃদ্ধ পিতা তার ছেলে, পুত্রবধূ, নাতি’র মারধরের আঘাতে লুটিয়ে পড়ে। তখন তার বড় ছেলে পা দিয়ে তার গলায় ছাপিয়া ধরে প্রাণে হত্যার চেষ্টা করে। বর্তমানে বয়োবৃদ্ধ পিতা বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। এ বিষয়ে অভিযুক্ত আবদুল মালেক মানিক’র মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এটা আমাদের পারিবারিক ভাইয়ে-ভাইয়ের ঝামেলা। তবে তিনি তার পিতার ওপর কোনো নির্যাতন করেননি বলে দাবি করেন। কিন্তু বসতঘর থেকে পিতাকে উচ্ছেদের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
মুক্তিযোদ্ধার ভূমি দখল
নোয়াখালীর শহরতলীতে মুক্তিযোদ্ধার ভূমি দখল করে ও গাছপালা কেটে নিয়ে যায় এবং সন্তানদের পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ভিকটিমরা জানায়, দীর্ঘদিন থেকে এ ভূমি নিয়ে প্রতিপক্ষ মো. চৌধুরী মিয়ার সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে চৌধুরী মিয়া দলবল নিয়ে ভূমি দখলের সময় মুক্তিযোদ্ধা আক্তারের জামান’র পুত্র মো. জোবায়ের ও হাসান বাধা দিতে গেলে তাদেরকে এলোপাতাড়ি মারধর শুরু করে। তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত মো. জোবায়েরকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আহত জোবায়েরের মা মুক্তিযোদ্ধার স্ত্রী অহিদা বেগম বাদী হয়ে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করে। সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ আবদুস সামাদ জানায়, এ ব্যাপারে থানায় ১টি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status