বাংলারজমিন

১০ বছর পর পরিবারের দেখা পেলো ইয়াছমিন

লালমোহন (ভোলা) প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৯:২৫ পূর্বাহ্ন

প্রায় ১০ বছর পর ভোলার লালমোহন থানা পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরলো ইয়াছমিন বেগম (১৬) নামের এক তরুণী। শুক্রবার বিকালে ওই তরুণীকে তার মায়ের কাছে হস্তান্তর করেন লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর ও এসআই মাহাবুব। ইয়াছমিন উপজেলার চরভুতা ইউনিয়নের গোয়ালখালী জনু সর্দার বাড়ির আলমগীরের মেয়ে। তরুণীর মা ইয়ানূর বলেন, পরিবারের অভাব-অনটনের কারণে ২০০৯ সালে ঢাকার মোহাম্মদপুরে এক বাসায় কাজ করতে দিই মেয়েকে। সেখান থেকে হঠাৎ করে হারিয়ে যায় ইয়াছমিন। অনেক খোঁজাঁখুজি করেও দীর্ঘ ১০ বছর ধরে তার কোনো খোঁজ পাইনি। শুক্রবার সকালে জানতে পারি লালমোহন থানায় একজন হারানো মেয়েকে রাখা হয়েছে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখতে পাই, ওই মেয়ে আমার ১০ বছর আগে হারিয়ে যাওয়া ইয়াছমিন। পুলিশ এভাবে আমার মেয়েকে ফিরে পেতে সহযোগিতায় করায় তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন,  রংপুর থেকে হঠাৎ একটি ফোন আসে আমার কাছে। সেখান থেকে জানানো হয় লালমোহনের একজন মেয়ে তাদের কাছে রয়েছে। পরে তারা ইয়াছমিনকে লালমোহন থানায় পাঠিয়ে দেয়। মঙ্গলবার (১৯শে ফেব্রুয়ারি) সকালে ইয়াছমিন লালমোহন থানায় আসে। তখন থেকে ইয়াছমিনকে পুলিশি হেফাজতে রাখা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে অনেক চেষ্টার পর শুক্রবার সকালে ইয়াছমিনের পরিবারের সন্ধান পাওয়া যায়। পরে বিকালে তার মায়ের কাছে ইয়াছমিনকে হস্তান্তর করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status