বাংলারজমিন

রূপগঞ্জে ব্যবসায়ী হত্যার ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৮:৪০ পূর্বাহ্ন

রূপগঞ্জে মাটি ব্যবসায়ী রফিকুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় অন্তরালের খুনিদের আটক ও সকল হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। এ সময় তারা রাস্তা অবরোধ রেখে বিক্ষোভ মিছিল করে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের ডেমরা-কালীগঞ্জ সড়কের বেলদী দুয়ারা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, গত ১৮ই ফেব্রুয়ারি রাতে দুয়ারা এলাকার শাজাহান সিরাজের বড় ছেলে রফিকুল ইসলাম (৩৯) বাড়ি থেকে বের হয়। রাতেই স্থানীয় এমএবি-২ ইটভাটার ভেতরের একটি টিনশেড ঘরের ভেতরে হেলালউদ্দিনের মালিকানাধীন এসএইচইউ ইটভাটার পাহারাদার জাহাঙ্গীর, জহিরের মালিকানাধীন এমএসএ ইটভাটার শ্রমিক সরদার পিন্টু দাস, মোতালিবসহ আরো ৫-৬ জন তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরের দিন সকালে সেখান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মোবাইল খুনির হেফাজতে থাকার সূত্র ধরে স্থানীয়রা ঐ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় নিহতের পিতা ধৃত তিনজনসহ অজ্ঞাতনামা আরো ৫ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামি মোতালেব ৭-৮ মিলে রফিকুলকে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও রহস্যজনক কারণে পুলিশ অন্য কোনো আসামি আটকে কোনো প্রকার তৎপরতা না দেখানোর কারণে এলাকাবাসী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নিহতের পরিবার ও এলাকাবাসী ডেমরা-কালীগঞ্জ সড়কের বেলদী দুয়ারা এলাকায় মানববন্ধন করে। একপর্যায়ে তারা সড়কে বিক্ষোভ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status