বাংলারজমিন

ছাতকে ফ্রি চক্ষু শিবির

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার, ৮:৩৫ পূর্বাহ্ন

ছাতক উপজেলার গণিপুরে ‘সুনামগঞ্জ জেলা ইউনাইটেড সংস্থা ইউকের’ উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সাজেদুর রহমান লিলুর পৃষ্ঠপোষকতায় দরিদ্র ও অসহায় লোক জনের মধ্যে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে। শুক্রবার উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের গণিপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফ্রি চক্ষু শিবিরে শহরের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের (এমও) চক্ষু বিভাগের ডাক্তার মোহাম্মদ আল আমিন, ফ্রেন্ডস চক্ষু হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডা. আমজাদ হোসেন, ওয়েস্ট পয়েন্ট কলেজের সহকারী অধ্যাপক মঞ্জুরুল মা-আবুদ চিকিৎসা প্রদান করেন। এলাকার প্রবীণ মুরব্বি কাজী আনছার মিয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য কাজী রুমেল মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠিত ফ্রি চক্ষু শিবির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ‘সুনামগঞ্জ জেলা ইউনাইটেড সংস্থা ইউকের’ সিনিয়র সহসভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সাজেদুর রহমান লিলু। এসময় ইউপি সদস্য এসএম মাহমুদ, ছাতক প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, স্থানীয় আলহাজ আব্দুর রহিম, কাজী কয়ছর মিয়া, হাজী আছকির মিয়া, কাজী ছায়াদুর রহমান, কাজী আবুল লেইছ, মতছিন মিয়া, লিয়াকত আলী পীর, কাজী মামুনুর রশিদ, কাজী শওকতুর রহমান, কাজী কামরুল ইসলাম, সোহান মিয়া, মাছুম মিয়া, লিলু মিয়া, সুজাত মিয়া, সালেক মিয়া, টিপু মিয়া, ইউপির মহিলা সদস্যা মমতাজ বেগমসহ এলাকার গণ্যমান্য লোকজন ফ্রি চক্ষু শিবির কার্যক্রমে উপস্থিত ছিলেন। দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরে জাউয়া বাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৫ শতাধিক গরিব অসহায় (পুরুষ-মহিলা) লোকজনকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status