অনলাইন

সরকারের অবহেলা খতিয়ে দেখবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তদন্ত কমিটি

আনলাইন ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৫:২৭ পূর্বাহ্ন

চকবাজার ট্রাজেডির পেছনে সরকারি সংস্থার কোনো অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্্রমন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এ কথা বলেন।

বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ এক অগ্নিকা-ে প্রায় ৭০ জন লোক মারা যান। অগ্নিকা-ের উৎস ও কারণ অনুসন্ধান করা ও ভবিষ্যতে যাতে এমন ঘটনার পনরাবৃত্তি না ঘটে তার কর্মপন্থা নির্ধারণ করে সরকারকে সুপারিশ দেওয়ার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগেও অতীতে এ রকম অনেক ঘটনা ঘটেছে, যার কোনো তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, আলোর মুখ অবশ্যই দেখবে, এ জন্যই আমরা এখানে এসেছি।
আজ সকাল থেকে ঘটনাস্থলে সিটি কর্পোরেশন কর্মীরা রাস্তা পরিষ্কারের কাজ করে। পুড়ে যাওয়া জিনিস সরিয়ে ফেলে। সে ক্ষেত্রে এগুলো সরিয়ে ফেলায় আলামত নষ্ট হচ্ছে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিটির আরেক সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার ইবরাহীম খান বলেন, জিনিস সরিয়ে ফেললেও খুব একটা প্রভাব ফেলবে বলে মনে করি না। আমরা উৎস এবং এর জন্য কে কে দায়ী সেটা নির্ণয়ের চেষ্টা করব। এবং এটা করতে পারাটাই যথেষ্ট বলে মনে করি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status