দেশ বিদেশ

ইমরান খানকে অপরিপক্ব বললেন জারদারি

মানবজমিন ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৯:৫৩ পূর্বাহ্ন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কড়া সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলী জারদারি। তিনি বলেছেন, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে কোনো ধারণাই নেই ইমরান খানের।  তিনি অপরিপক্ব। পালওয়ামা হামলায় পাকিস্তানকে দায়ী করে ভারত যে বক্তব্য দিচ্ছে, তার উপযুক্ত জবাব না দেয়ার জন্য তিনি ইমরানের সমালোচনা করেন। বুধবার এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জারদারি। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। জারদারি বলেন, আমার ক্ষমতার সময়ে মুম্বই হামলা হয়েছিল। এর জন্য আমাদেরকে দায়ী করা হয়েছিল। কিন্তু বিষয়টিতে আমরা যথাযথ উপায়ে মোকাবিলা করেছি। ভারতকে কথা ফিরিয়ে নিতে বাধ্য করেছি। আমরা বিষয়টিকে কূটনৈতিক উপায়ে মোকাবিলা করেছি। পাকিস্তানকে বিশ্বে একপেশে করে দেয়ার চেষ্টা করছে ভারত, এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে জারদারি বলেন, দীর্ঘদিন ধরে বিশ্বে নিজেদের একপেশে করে দেয়ার মুখোমুখি ইসলামাবাদ। তবে তা এই সরকারের আমলে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এ সময় তিনি ইমরান খানকে একজন ‘ব্যাক সিট ড্রাইভার’ হিসেবে আখ্যায়িত করেন। অভিযোগ করেন, ইমরান কাজ করছেন অন্যের পক্ষে। এ জন্যই পুরো পরিস্থিতির অবনতি ঘটছে। পালওয়ামা হামলায় পাকিস্তানকে দায়ী করছে ভারত। একই সঙ্গে অভিযোগ করছে যে, সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে পাকিস্তান। ভারতের এমন অভিযোগের জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের কোনো ভূমিকা নেই বলে জানিয়ে দিয়েছেন। তিনি বিষয়টিতে তদন্তে নয়াদিল্লিকে সহায়তার প্রস্তাব দিয়েছেন। তিনি নিশ্চিত করে বলেন, যদি পালওয়ামা হামলায় পাকিস্তানকে দায়ী পাওয়া যায় তাহলে কোনো পাকিস্তানি নাগরিক ছাড় পাবেন না। ইমরান খান আরো বলেছেন, যদি ভারতীয় বাহিনী তার দেশে আক্রমণ করে তাহলে প্রতিশোধ নেবে পাকিস্তান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status