বাংলারজমিন

ঠাকুরগাঁওয়ের লালা ব্রিজ ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৮:৫৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীর ওপরে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত প্রাচীন লোহার ব্রিজ (লালা ব্রিজ) ভেঙে ফেলার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন ঠাকুরগাঁওবাসী। ব্রিজটি রক্ষায় গতকাল সকালে উত্তর প্রান্তে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন শহরের বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় বক্তারা বলেন, ঠাকুরগাঁও শহরের সকল প্রাচীন স্থাপনাই ভেঙে ফেলা হয়েছে অন্তত মুক্তিযুদ্ধের স্মৃতিমাখা এই ব্রিজটি টিকিয়ে রাখা হোক। নতুন প্রজন্মের কাছ মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতেও এই ব্রিজ টিকিয়ে রাখা প্রয়োজন। বক্তারা আরো বলেন, উন্নয়নের বিপক্ষে কেউই নয়। তবে নিজেদের ঐতিহ্য ধরে রেখেও উন্নয়ন করা যায়। এই ব্রিজটির ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে এটিকে সংস্কার করে আরো শত বছর বাঁচিয়ে রাখা সম্ভব। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল লতিফ, আজমত রানা, অমল টিক্কু, রেজওয়ানুল হক রিজু, আহসানুল হাবিব বাবু, মাহমুদ হোসেন প্রিন্স, তারেক হোসেন প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানা গেছে, এলজিইডি এই ব্রিজটি ভেঙে একটি আরসিসি গার্ডার ব্রিজ করবে। ব্রিজ ভাঙার কাজ চলছে মর্মে জেলা পরিষদের একটি নোটিশ দেখা যায় সেখানে। গতকাল বিকালে কিছু শ্রমিককে ব্রিজটির উত্তর প্রান্তে উপরের পাটাতন তুলে ফেলতে দেখা যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status