বাংলারজমিন

ভাষা শহীদ আবদুল জব্বারের বাড়িতে মানুষের ঢল

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

২২ ফেব্রুয়ারি ২০১৯, শুক্রবার, ৮:৫৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে ভাষা শহীদ আবদুল জব্বারের গ্রামের বাড়ি গফরগাঁওয়ের পাঁচুয়াতে (জব্বার নগর) হাজারো মানুষের ঢল নামে। একুশের প্রথম প্রহরেই বুধবার দিবাগত রাতে উপজেলা সদর থেকে ৪ কিঃ মিঃ দূরে ভাষা শহীদ আবদুল জব্বারের বাড়িতে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশ’ যানবাহনে চড়ে উপস্থিত হন হাজার হাজার মানুষ। রাত ১২টার পূর্বেই ভাষা শহীদের বাড়ি সংলগ্ন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা কানায় কানায় ভরে যায়। রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে প্রথমে স্থানীয় সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল এমপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কাজী মাহবুব উর রহমান, গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, রাওনা ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, যশরা ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, চরআলগী ইউপি চেয়ারম্যান মো. মাসুদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ ও এরপর একে একে গফরগাঁও প্রেস ক্লাব. সূূর্যসারথি খেলাঘর আসরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন সমূহ এবং সর্বস্তরের হাজারো জনতা পুষ্পার্ঘ অর্পণ করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status