বিশ্বজমিন

সৌদিকে পরমাণু প্রযুক্তি দিচ্ছেন ট্রাম্প!

মানবজমিন ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

সৌদি আরবকে পরমাণু বোমা তৈরির প্রযুক্তি দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটাই জানানো হয়েছে মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে। এতে বলা হয়েছে, শিগগিরই সৌদি আরবকে অত্যন্ত স্পর্শকাতর পরমাণু প্রযুক্তি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র এবং এ তৎপরতায় সরাসরি যুক্ত রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ২৪ পৃষ্ঠার এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের নজরদারি ও সংস্কার কমিটি। এতে ট্রাম্প সরকারের এই তৎপরতার কথা তুলে ধরা হয়। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে বলা হয়েছে, সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দিতে মার্কিন কংগ্রেসকে এড়িয়ে যেতে চাইছেন ট্রাম্প। কিন্তু এর ফলে দেশটির আইন লঙ্ঘন করা হবে বলে উদ্বেগ জানানো হয়েছে। সৌদিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে মার্কিন কোম্পানিগুলোর প্রতি রিয়াদের আনুকূল্য লাভের আশায় এসব তৎপরতা চালানো হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা আশংকা করছেন, এ প্রযুক্তি কাজে লাগিয়ে সৌদি আরব পরমাণু অস্ত্র তৈরি করবে। এতে করে হুমকির মুখে পড়বে মধ্যপ্রাচ্য তথা সমগ্র বিশ্বের নিরাপত্তা। একইসঙ্গে ইরানও পরমাণু অস্ত্র তৈরিতে উৎসাহী হয়ে উঠবে। অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে মধ্যপ্রাচ্যে। ওই প্রতিবেদনে মার্কিন আইনপ্রণেতারা যুুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাংবাদিক খাসোগি হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে। ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের ভূমিকার কথা তুলে সে দেশের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেসের কমিটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status