দেশ বিদেশ

সড়কে গ্যাসলাইন বিস্ফোরণ, বাসে আগুন, মেরামতে গ্যাস বন্ধে দুর্ভোগ

স্টাফ রিপোর্টার

২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪২ পূর্বাহ্ন

বিকট শব্দ। আগুনের লেলিহান শিখা। দাউদাউ করে জ্বলছে যাত্রিবাহী বাস। উৎসুক মানুষের ভিড়। প্রাণে বাঁচতে যাত্রীদের হুড়োহুড়ি। গতকাল বিকাল সাড়ে ৩টায় মিরপুর রোডের আড়ং সিগন্যালে হঠাৎ এমন দৃশ্য দেখে এগিয়ে আসেন অনেকে। শুধু বাস নয় আরো একটি পিকআপ পুড়ে গেছে আগুনে। ফায়ার সার্ভিসের স্টেশনটি কাছে থাকায় তারা দ্রুত এসে গাড়ি দুটির আগুন নিভিয়ে ফেলে। এতে এড়ানো গেছে বড় দুর্ঘটনা। আগুনের তাপে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। ধানম-ি গভর্নমেন্ট বয়েজ স্কুলের বিপরীত পাশে সড়কের মধ্যে হঠাৎ গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এ থেকেই আগুনের সূত্রপাত। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষের কর্মকর্তারা সেখানে যান। গ্যাস লাইন মেরামত করতে মগবাজার, ধানম-ি থেকে মিরপুর, আমিনবাজার পর্যন্ত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। হঠাৎ গ্যাস বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন ওইসব এলাকার বাসিন্দারা।

গ্যাস বিস্ফোরণে গাবতলী-সদরঘাট রুটের ৭নং পরিবহনের একটি বাসে আগুন লাগে। ওই বাসের যাত্রী শফিক বলেন, আমি বাসের মাঝখানে ডানপাশে বসা ছিলাম। হঠাৎ একটি শব্দ পাই। এর মধ্যে দেখি আগুন। আমি জানালা দিয়ে রাস্তায় লাফ দেই। অন্য যাত্রীরা নামতে ছিল, যে কারণে আমার একটু দেরি হয়ে যায়। আর এজন্য আমার নাক, কান ও চুল পুড়ে যায়।

স্থানীয় রেস্টুরেন্টের ম্যানেজার মাসুদ বলেন, দুপুর ১২টা থেকে আমরা রাস্তার মাঝখান থেকে অল্প করে গ্যাস বের হওয়ার শব্দ শুনতে পাই। পরে জরুরি ৯৯৯ সেবা নম্বরে ফোন দিলে তারা সঠিক তথ্য জানাতে বলেন। আমরা তো অভিজ্ঞ নই, শব্দ এবং গ্যাসের গন্ধ পেয়ে ধারণা করছি লাইন ফেটে গেছে। কিন্তু তারা আর শোনেনি। আমি চলন্ত বাসে আগুন দেখতে পাই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। তবে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
বাসের ড্রাইভার মো. আরিফ বলেন, আমি চালকের আসনে। সিগন্যালে বাস আটকে ছিল কিছুক্ষণ। এর মধ্যে সিগন্যাল ছাড়লে বাসে আগুন দেখতে পাই। আর কিছু বুঝতে পারি না।

কর্তব্যরত ফায়ার সার্ভিস কর্মী পারভেজ জানান, আগুন দেখে আমরা কাছে থাকায় দ্রুত এসে আগুন নিভিয়ে ফেলি। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে পাঠাই।

তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ডেপুটি জেনারেল ম্যানেজার আমানুর রেজা বলেন, এখানে গত রাতে কাজ করেছে। পুরাতন বাল্ব পরিবর্তন করে একটি নতুন বাল্ব লাগানো হয়। কিন্তু নতুন বাল্বটি ছিঁড়ে পড়ে গেছে। এটি মেইন লাইন হওয়ায় সরবরাহ বন্ধ রেখে মেরামত করা হয়।

গ্যাস বন্ধ, দুর্ভোগে বাসিন্দারা: এদিকে ঘোষণা ছাড়া গ্যাসলাইন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। হঠাৎ করে তারা দেখতে পান চুলা জ্বলছে না। রাতের রান্নার আগেই এমন গ্যাস বন্ধ থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, বিনা বিজ্ঞপ্তিতে ঘনঘন গ্যাস বন্ধ করে দেয়ায় তারা এমন দুর্ভোগে পড়ছেন। মঙ্গলবার রাতে নোটিশ দিয়ে গ্যাস বন্ধ রাখা হলেও গতকাল এমন কোনো বিজ্ঞপ্তি দেয়া হয়নি। তিতাস কর্তৃপক্ষ জানায়, মূল লাইনের বাল্ব ছিঁড়ে যাওয়ায় তারা সাময়িক গ্যাস বন্ধ রাখেন। এ কারণে ধানম-ি ৩২ নম্বর থেকে আমিনবাজার পর্যন্ত গ্যাস সঞ্চালন বন্ধ থাকে। যে কারণে রাজধানীর মিরপুর, গাবতলী, শ্যামলী, দারুসসালাম, মোহাম¥দপুর, হাজারীবাগ, ফার্মগেট, সংসদ ভবন, তেজগাঁও ও সংশ্লিষ্ট এলাকায় গ্যাস বন্ধ হয়ে যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status