বাংলারজমিন

সারা দেশে দুর্ঘটনায় নিহত ১২

বাংলারজমিন ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৯:১৩ পূর্বাহ্ন

প্রতিদিনই দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে ঝরছে তাজা প্রাণ। গতকালও বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। এর মধ্যে লালমনিরহাটে ৫, সাভারে ২, মাগুরা, কুড়িগ্রাম, ঝিনাইদহ, বড়াইগ্রাম, বরগুনায় একজন করে রয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরো শতাধিক মানুষ। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে।

লালমনিরহাটে ৫
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বড়বাড়ী মহাসড়কে মঙ্গলবার রাতে সাড়ে ৯টায় ঢাকাগামী বাসের সঙ্গে সিএনজি অটোর সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮ জন। আহতদের লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, লালমনিরহাট জেলায় গত কয়েকদিন ধরে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলছে। ঝরে যাচ্ছে তাজা প্রাণ। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি সিএনজি অটো বড়বাড়ী মহাসড়কে আসলে বিপরীতমুখী সিএনজি অটোকে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী নাইটকোচ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয় ৩ জন। মুমূর্ষু অবস্থায় কুড়িগ্রাম হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় আরো দুজন। ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে। নিহতদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তারা হলেন কুড়িগ্রাম জেলার নাগেরশ্বরী উপজেলার তালতলা গ্রামের শমসের আলীর পুত্র মাহাবুল ইসলাম (২৮), একই উপজেলার মদিশা খামার গ্রামের আসমত আলীর পুত্র আশিকুল বাবু (১১), ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া গ্রামের মৃত নায়েব আলীর পুত্র আক্কেল আলী (৫০), কুড়িগ্রাম সদর উপজেলার শিবরাম কুমার পাড়ার মৃত মোকসেদ আলীর কন্যা মোছা শাবানা বেগম (৪০), একই উপজেলার ছারপুর বন্দরপাড়ার নজরুল ইসলামের কন্যা মোছা. পারমিন খাতুন (১২)। নিহতদের লাশ সদর থানায় রয়েছে। এ ব্যাপারে লালমরিহাট সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বাসটি থানায় নিয়ে আসা হলেও পলাতক রয়েছেন চালক ও হেলপার। লালমনিরহাট পুলিশ সুপার বলেন, বিষয়টি দুঃখজনক। দ্রুত আসামি গ্রেপ্তার করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ জানান, নিহতদের পরিবারকে সরকারি সাহায্য দেয়া হবে। গত ২ মাসে লালমনিরহাট জেলায় প্রাণ গেলো ১৬ জনের।  

ঝিনাইদহে ১
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী নামক স্থানে ট্রাকচাপায় ইয়াছিন আলী (৫৫) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের খড়িখালী তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভিক্ষুক ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালি গ্রামের বিশারত মণ্ডলের ছেলে। ইয়াছিন নিহত হওয়ার পর সঙ্গীবিহীন লাঠিখানা ধুলোয় গড়াগড়ি খাচ্ছিল। যেটি ছিল তার সর্বক্ষণের সঙ্গী। প্রত্যক্ষদর্শী পথচারী সাংবাদিক শাহাজান আলী বিপাশ জানান, বসুন্ধরা এলপি গ্যাস বহনকারী একটি ট্রাক ঝিনাইদহের দিকে যাচ্ছিল। এ সময় ঝিনাইদহ-যশোর সড়কের খড়িখালী নামক এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভিক্ষুক ইয়াসিনকে চাপা দেয়। এতে ওই ভিক্ষুক ঘটনাস্থলে নিহত হয়। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আশুলিয়ায় ২
স্টাফ রিপোর্টার, সাভার থেকে: সাভারের আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের পৃথক স্থানে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী ও বাসচাপায় বাইসাইকেল আরোহী গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় ঘাতক ট্রাক ও বাসটি আটক করতে পারেনি পুলিশ। গতকাল নবীনগর-চন্দ্রা মহাসড়কের সাভার ক্যান্টমেন্ট বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় কলেজ শিক্ষার্থী ও একই সড়কের ডিইপিজেড এলাকায় গার্মেন্ট শ্রমিক নিহত হয়। নিহত ওয়ালি আল তাহসিন সাভারের মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী। সে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার সাভার সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আব্দুল কাদেরের ছেলে। এক ভাই দুই বোনের মধ্যে তাহসিন ছিলেন সবার বড়। নিহত ছমির মোল্লা নামে অপরজন ডিইপিজের শাসা ডেনিম কারখানার শ্রমিক।

বড়াইগ্রামে ১
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-থানার মোড় ফিডার সড়কে স্কুলভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আগ্রাণ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আব্দুল বারী (৪০) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গাফফার হোসেন (৪০)। তারা উভয়েই মোটরসাইকেল আরোহী। বুধবার সকাল ১১টার দিকে ফিডার সড়কের গাজী অটোরাইস মিলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষক গাফফারকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল বারী উপজেলার আগ্রাণ গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে এবং আহত শিক্ষক গাফফার ওই একই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

বরগুনায় ১
বরগুনা প্রতিনিধি: পাথরঘাটা উপজেলায় বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে গিয়ে টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মো. সাব্বির (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী। এ সময় মোটরসাইকেলে থাকা আরেকজন আহত হন। তবে আহতের নাম জানা যায়নি। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে পাথরঘাটার কাঠালতলী-চরদুয়ানী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির পাথরঘাটার উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের মোল্লাবাড়ী এলাকার মো. চুন্নু মোল্লার ছেলে। সে এ বছর সপ্তগ্রাম মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status