বাংলারজমিন

নরসিংদী সদর কে হবেন নৌকার মাঝি

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৮ পূর্বাহ্ন

চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে চূড়ান্ত প্রার্থী মনোনয়নের আর মাত্র কয়েকদিন বাকি। সবকিছু ঠিক থাকলে আগামী ৩১শে মার্চ নরসিংদীর পাঁচটি উপজেলায় একই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সদর উপজেলার প্রার্থী মনোনয়ন। আওয়ামী লীগের তিনজন হেভিওয়েট প্রার্থী এবারে এ উপজেলার চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী। এরা হলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সফর আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন ভূঁইয়া। জাতীয় নির্বাচনের পর থেকে তারা তিনজনই নিজেদের পক্ষে বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। তবে তিন প্রার্থীর মধ্যে প্রচারণায় এগিয়ে রয়েছেন পর্যায়ক্রমে মো. আনোয়ার হোসেন ও আলহাজ সফর আলী ভূঁইয়া। আফতাব উদ্দিন ভূঁইয়া প্রচারণায় ততোটা সক্রিয় না হলেও কাউকে ছাড় দিতে নারাজ। স্থানীয়ভাবে তাদের মধ্যে কয়েক দফা সমঝোতার চেষ্টা করা হয় কিন্তু প্রত্যেকেই স্ব-স্ব অবস্থানে অনড় থাকায় অবশেষে তিনজনই মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ২৩শে ফেব্রুয়ারি এ উপজেলার মনোনীত প্রার্থীর নাম ঘোষণার কথা রয়েছে। এ নিয়ে বর্তমানে টক অব দ্য টাউন ‘কে হচ্ছেন সদরে নৌকার মাঝি?’ আনোয়ার হোসেন বলেন, দল থেকে যদি আমাকে মনোনয়ন দেয়া হয়, তাহলে জীবনের বিনিময়ে হলেও আমি এর মর্যাদা রক্ষা করবো। তিনি আরো বলেন, নরসিংদী সদরের একটি বৃহৎ অংশ মেঘনা নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও বিগত সময়ে দলীয় চেয়ারম্যান না থাকায় কাঙ্ক্ষিত  উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে সদরবাসী। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে অবহেলিত সদরের জনগণের উন্নয়নে সচেষ্ট থাকবো।’ দলীয় মনোনয়নের ব্যাপারে জানতে চাইলে সফর আলী ভূঁইয়া বলেন, তিনি ত্যাগের রাজনীতি করে আসছেন আজ ২৯ বছর যাবৎ। রাজনীতি করে নেতাদের ব্যবসা প্রতিষ্ঠান বড় হয়। আর আমি রাজনীতি করে আমার ব্যবসা প্রতিষ্ঠান শেষ করেছি। মাধবদীতে যখন কোনো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় ছিল না, তখন আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান গোল্ডেন ডাইংকে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করেছি। দলের যেকোনো সিদ্ধান্তে আমি কাজ করেছি। যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে শেষ বয়সে সম্মান দিয়ে মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচন করবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status