বাংলারজমিন

নীলফামারী সদর

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন শাহিদ

নীলফামারী প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার, ৮:৫৮ পূর্বাহ্ন

 সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা বাধায় নির্বাচনী বৈতরণী পার হয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান শাহিদ মাহমুদ। নির্বাচনে তার কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় এখন শুধু ঘোষণার অপেক্ষায় তিনি। চেয়ারম্যান পদে আরো দুজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও সাদিক হোসেন নামের একজন বাছাইপর্বে আটকে যান এবং ফয়েজ আহমেদ নামের অপরজন নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় ষোলকলা পূর্ণ হয় শাহিদ মাহমুদের। তবে নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গেই মাঠে নেমে পড়েছেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম রিপন ও একই কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নির্বাচনী মাঠে যখন মুখোমুখি তখন ছাত্রলীগের আরেক সাবেক সভাপতি দীপক চক্রবর্ত্তীও আদাজল খেয়ে মাঠে নেমেছেন। অবশ্য এ পদে উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম রফিক ও আওয়ামী ঘরানার জাহাজামাল মিঠু ছাড়াও আতাউর রহমান বাবু নামের আরো একজন রয়েছেন নির্বাচনী মাঠে। ওদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নানা নাটকীয়তা শেষে নির্বাচনের মূলপর্বে আরো দুইজন ঠাঁই পাওয়ায় বর্তমান ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলীর মুখোমুখি হচ্ছেন জেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক শান্তনা চক্রবর্ত্তী ও  স্বেচ্ছাসেবক লীগের সাথী বেগম। তবে নির্বাচনে দলীয় একাধিক প্রার্থী নিয়ে নীলফামারী আওয়ামী লীগের তৃণমূলে চরম  ক্ষোভ দেখা দিয়েছে। নির্বাচনে কোন প্রার্থীকে বেছে নেবেন এনিয়ে চরম বেকায়দায় পড়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status